খেলা

মোহনবাগানের জার্সি পরার অপেক্ষায় ম্যাকলারেন

McLaren waiting to wear Mohun Bagan jersey


The Truth Of Bengal: আনোয়ার বিতর্কের মাঝেই জেমি ম্যাকলারেনের নাম ঘোষণা শুধু সময়ের অপেক্ষা । লিগ শিল্ড জয় লাভ করলেও আইএসএল ফাইনালে গিয়ে হারতে হয়েছে মোহনবাগানকে। তবে সেই হারকে ভুলে এবার নতুন ভাবে এগোনোর ভাবনা রয়েছে মোহনবাগানের। নতুন এই খেলোয়াড়ের সঙ্গে চুক্তি বদ্ধ হয়েছে মোহনবাগান।
দিন কয়েক আগেই সবুজ-মেরুনের চুক্তিপত্রে সই করেছেন  অস্ট্রেলিয়ান স্ট্রাইকার।

মোহনবাগান কর্তাদের তরফ থেকে পরিকল্পনা ছিল ২৯ জুলাই  ‘মোহনবাগান দিবসে’ দিন  জেমি ম্যাকলারেনের নাম ঘোষণা করা হবে । তবে স্পষ্ট নয় কবে তার নাম ঘোষিত হবে । যদিও আনুষ্ঠানিকভাবে ২৯ জুলাই কে বাছতে চাইছে মোহনবাগান। অস্ট্রেলিয়ান এই  ফুটবলার   ভারতীয় ফুটবলের সঙ্গে যুক্ত হচ্ছেন এই খবর যথারীতি পৌঁছে যাবে বিশ্বফুটবলের আঙিনায়। কারণ ভারতীয় ফুটবলে এই পর্যায়ের স্ট্রাইকার খুবই কম এসেছেন।  এখন শুধু সময়ের অপেক্ষা তার মোহনবাগানের জার্সি পরার । এর আগে অজি এই ফুটবলার তার দেশের জাতীয় দরজা বন্ধ করে  এদেশে মোহনবাগানে খেলতে আসবেন কিনা তা নিয়ে কম জল্পণা হয়নি ।

মোহনবাগান তাকে যে অর্থ প্রস্তাব তাকে দিয়েছে তা তিনি ফেলে দিতেও পারেননি বলেই খবর ।  মেলবোর্ন সিটির হয়ে ১৬৩ ম্যাচে গোল করেছেন ১১৫টি গোল রেখেছেন নিজের দখলে । জানা গিয়েছে , মোহনবাগানের দেওয়া দীর্ঘ চুক্তির প্রস্তাবে দু’পক্ষের আলোচনার  যা ঠিক হয়েছে তা হল প্রাথমিকভাবে তিন বছর তির  চুক্তি থাকবে সবুজ মেরুন  দলের সঙ্গে। তারপর দু’পক্ষ আলোচনায় বসবে বলেই খবর । তিনি কবে থেকে অনুশীলনে যোগ দেবেন তাও এখনো চূড়ান্ত হয়নি।

 

Related Articles