খেলা

বিরাটকে ‘আবেগপ্রবণ’ বলে খোঁচা দিলেন ম্যাকগ্রাথ

McGrath slams Virat Kohli for being 'emotional'

Truth Of Bengal: আগামী ২২ তারিখ পার্থ টেস্ট দিয়ে শুরু হচ্ছে চলতি বছরের বর্ডার-গাভসকর ট্রফির পাঁচ টেস্টের সিরিজ। ভারত বনাম অস্ট্রেলিয়ার মাঠের যুদ্ধ শুরু হওয়ার আগেই শুরু হয়ে গিয়েছে মাঠের বাইরের যুদ্ধ। সেই যুদ্ধে কখনও জড়িয়ে পড়ছেন প্রাক্তন অজি অধিনায়ক রিকি পন্টিং আবার কখনও টিম পেইনের মতো খেলেয়াড়রা। তাঁদের নিশানায় রয়েছেন ভারতীয় দলের কোচ থেকে শুরু করে খেলোয়াড়রা পর্যন্ত। এবার সেই তালিকায় নাম লেখালেন আরও এক প্রাক্তন অস্ট্রেলিয়া পেসার গ্লেন ম্যাকগ্রাথ।

প্রাক্তন অজি পেসার এবার নিশানা করলেন ভারতীয় দলের অন্যতম ব্যাটসম্যান বিরাট কোহলিকে। ম্যাগগ্রাথ জানান, কোহলি বড্ড ‘ইমোশনাল’ খেলোয়াড়। মানসিকভাবে বিরাট যখনই চাপে থাকে, তখনই ওঁকে দেখা যায় সমস্যায় ভুগতে।

এখানেই থেমে না থেকে ম্যাকগ্রাথ আরও বলেন, এবারে অস্ট্রেলিয়া সিরিজে অজি বোলারদের অন্যতম লক্ষ্যই হবে বিরাটকে আটকানো। বিরাটকে যেনতেন আউট করার জন্য অস্ট্রেলিয়ার বোলার থেকে শুরু করে মাঠে উপস্থিত অন্যান্য ক্রিকেটাররাও প্রচণ্ড কথা বলে মানসিকভাবে ওঁকে পিছিয়ে দিতে চেষ্টা করবেন। অজি বোলারদের ভয়ঙ্কর বোলিংয়ের পাশাপাশি বিরাটকে এটাও সামলাতে হবে দক্ষ ভাবে। আর যদি বিরাট এই সমস্যার সমাধান করতে না পারে, তাহলেই বিপদে পড়বে। কেননা এই মুহূর্তে ও রানের মধ্যে নেই। স্বাভাবিকভাবেই বিরাট প্রচণ্ড চাপে থাকবে। ফলে শুরুতেই যদি কোহলি ভাল ইনিংস খেলে আত্মবিশ্বাস না বাড়াতে পারে তাহলে ও কিন্তু অস্ট্রেলিয়ার মাটিতে সত্যিই কঠিন সমস্যার মুখে পড়বে।

উল্লেখ্য, এর আগে বিরাটকে নিশানা করেছিলেন প্রাক্তন অজি অধিনায়ক রিকি পন্টিং। তিনি বিরাটকে উদ্দেশ্য করে বলেছিলেন, বিরাটের গত পাঁচ বছরের টেস্ট ইতিহাসটা দেখুন। মাত্র দুটিতে সেঞ্চুরি ছাড়া বাকিগুলিতে ও ব্যর্থই হয়েছে। এই অবস্থায় বিরাটের জায়গায় অন্য কেউ হলে কবে তাঁকে বসিয়ে দিতেন নির্বাচকরা। কিন্তু বিরাট কোহলি বলেই তা সম্ভব হচ্ছে না। পন্টিংয়ের মতো কটু ভাষায় আক্রমণ না করে কিছুটা মার্জিতভাবেই নিজের দেশের খেলোয়াড়দের ব-কলমে ম্যাকগ্রাথের পরামর্শ বিরাটকে চাপে ফেল সিরিজের প্রথম থেকেই। তাহলেই সিরিজ জয় অনেক সহজ হয়ে যাবে।

এদিকে ম্যাকগ্রাথ, পন্টিংয়ের পাশাপাশি রোহিতকেও উদ্দশ্য করে খোঁচা দিলেন অস্ট্রেলিয়ার অধিনায়ক প্যাট কামিন্স। অস্ট্রেলিয়ার অধিনায়ক জানান, ভারত ২০১৮-১৯ মরশুমে অস্ট্রেলিয়ার মাটিতে ভারতের সিরিজ জয়ের অন্যতম নায়ক ছিলেন চেতেশ্বর পূজারা এবং অজিঙ্কা রাহানে।

Related Articles