দলবদলের গুঞ্জনের মধ্যেই পিএসজির জার্সিতে গোল অব্যাহত এমবাপের
Mbappe continues to score goals in the PSG jersey amid rumors of a change of team

The Truth Of Bengal : দিন যত পার হচ্ছে ততই এমবাপের দল ছাড়ার গুঞ্জন বাড়ছে । তবে এমবাপে এখনো পর্যন্ত এ বিষয়ে মুখ খোলেননি । এদিকে পিএসজির জার্সিতে কর্তব্যে অবিচল রয়েছেন তিনি । এই তারকা ফুটবলার একের পর এক গোল করে দলকে জেতাচ্ছেন। এবার ফ্রেঞ্চ কাপের দ্বিতীয় রাউন্ডে উঠলো পিএসজি। ব্রেস্টকে ৩-১ গোলে হারিয়েছে এমবাপে ও তার সতীর্থরা। একের পর এক গোল করে গেলেন এই তরুণ তুর্কি । গত কয়েক মাস ধরেই জোর জল্পনা চলছে এমবাপের দল বদল নিয়ে এ বছরের জুন মাসে তার মেয়াদ শেষ হচ্ছে পিএসজিতে ।
তারপর তিনি কি করবেন সে সিদ্ধান্ত এমবাপের নিয়েছেন কিনা তা স্পষ্ট নয় কারণ এখনো পর্যন্ত তিনি এ বিষয়ে কিছু জানাননি। তবে গোল করে চলেছেন । আসলে দলবদল করলেও যে দলেই যান না কেন এমবাপে , তাকে তার খেলাটা দিয়ে প্রমাণ করতে হবে সব সময়। সে কারণে তিনি লক্ষ্যে অবিচল। পিএসজির সঙ্গে গত মরসুমে মনোমালিন্য হলেও এই মৌসুমে তাঁর মনোযোগে একটু চিড় ধরাতে পারেনি । তা প্রত্যেকটা ম্যাচেই তিনি প্রমাণ করছেন।
এর আগের ম্যাচে ফ্রেঞ্চ কাপেই ম্যাচে এমবাপেও তার সতীর্থরা মিলে অরলেয়ান্সের বিপক্ষে একের পর এক গোল করেছিলেন । 4-1 গোলে জয় লাভ করে পিএসজি । ফরাসি এই তারকাকে রিয়াল মাদ্রিদ নেওয়ার জন্য উঠে পড়ে লেগেছে। পিএসজির এই তারকাকে এক কোটি 50 লাখ ইউরো বেতনের সঙ্গে ৬ কোটি ইউরোপ বোনাস দিতে চায়। শেষ পর্যন্ত চূড়ান্ত সিদ্ধান্ত কি নেবেন এমবাপে সেদিকেই তাকিয়ে রয়েছে ফুটবল বিশ্ব। উল্লেখ্য গত মরসুমে পিএসজির সঙ্গে মেসি এমবাপের সম্পর্ক খারাপ হয়। সকলেই ভেবেছিলেন মেসির মতো এমবাপেও হয়তো দল ছাড়বেন কিন্তু থেকে গেছেন পিএসজিতে। করছেন গোল ।
Free Access