IPL 2024খেলা
Trending

দ্বিতীয়বার চোট পেলেন মায়াঙ্ক যাদব, আইপিএলের দ্রুততম প্রেসার কে নিয়ে আবারও জল্পনা

Mayank Yadav gets injured for the second time, again speculation about the fastest pacer in IPL

The Truth Of Bengal : আবারও চোট পেলেন মায়াঙ্ক যাদব এর। এর আগে চোটের কারণে টানা পাঁচটি ম্যাচ খেলতে না পারার পর মঙ্গলবার মুম্বইয়ের বিরুদ্ধে ফিরেছিলেন তিনি। আবার চোট পেলেন মায়াঙ্ক যাদব। জানা গিয়েছে, একই জায়গায় আবার চোট লেগেছে তাঁর।

গত মঙ্গলবার মুম্বাই এর বিরুদ্ধে ম্যাচে পুরো ওভার বল করতে পারিনি মায়াঙ্ক। নিজের শেষ ওভারের প্রথম বলটি করেই মাঠ ছাড়েন তিনি।লখনউ কোচ জাস্টিন ল্যাঙ্গার বলেন,  গত সপ্তাহে কোনরকম ব্যথা ছাড়াই বল করছিলেন মায়াঙ্ক। যেখানে চোট পেয়েছিলেন সেই জায়গায় হয়তো আবার আঘাত লেগেছে। চলতি আইপিএলে পাঞ্জাব ও বেঙ্গালুর বিরুদ্ধে ম্যাচে দ্রুত গতিতে বল করে নজির গড়েছিলেন মায়াঙ্ক যাদব।

তারপরে চোটের কারণে ম্যাচ থেকে ছিটকে যান। শেষ ওভারে প্রথম বল করার পর তার কুঁচকিতে টান লাগায় কোনরকম ঝুঁকি নিতে চাননি লখনৌর অধিনায়ক কে এল রাহুল। তিনি বলেন অল্প বয়স, শুধু গতির কথা ভাবলে হবে না, যত বেশি খেলবে তত ভালো বল করা শিখবে। এখন দেখার বিষয়  এই নতুন চোট সারিয়ে পরের ম্যাচে মায়াঙ্ককে দেখা যাবে কিনা তা নিয়ে শুরু হয়েছে জল্পনা।

Related Articles