গাব্বা স্টেডিয়ামে ভয়াবহ আগুন, বন্ধ হল বিগ ব্যাশ লিগের ম্যাচ
Massive fire breaks out at Gabba Stadium, Big Bash League match called off

Truth Of Bengal: মাত্র কদিন আগেই ব্রিসবেনে ভারত বনাম অস্ট্রেলিয়ার মধ্যে অনুষ্ঠিত হয়েছিল বর্ডার-গাভাসকর ট্রফির গুরুত্বপূর্ণ ম্যাচ। এবার সেই গাব্বার স্টেডিয়ামই ফের একবার উঠে এল সংবাদপত্রের শিরোনামে। তবে নতুন কোনও রেকর্ডের জন্য নয়। এবার গাব্বার স্টেডিয়ামে বৃহস্পতিবার ঘটল ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা। যার জেরেই বন্ধ করে দেওয়া হল বিগ ব্যাশের ম্যাচ।
There’s a first time for every caption, so here goes:
A fire near the DJ booth at the Gabba has momentarily delayed play.
Hopefully play should resume shortly. #BBL14 pic.twitter.com/69O2DpU16Q
— 7Cricket (@7Cricket) January 16, 2025
সংবাদ সংস্থা সূত্রে খবর, বৃহস্পতিবার গাব্বার ২২ গজে বিগ ব্যাশের ম্যাচে ব্রিসবেন হেট মুখোমুখি হয়েছিল হবার্ট হুরিকেনের বিপক্ষে। সেই ম্যাচে প্রথমে ব্যাট করে হেট সংগ্রহ করে ৬ উইকেট হারিয়ে ২০১ রান। জবাবে ব্যাট করতে নেমে হুরিকেন বিনা উইকেটে ৪৭ রান তোলার সময়ই অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। সূত্রের খবর, এই অগ্নিকাণ্ডের ঘটনা ঘটার সঙ্গে সঙ্গেই ম্যাচ বন্ধ করে দেওয়া হয়। এবং প্রাথমিকভাবে অনুমান করা হচ্ছে সিগারেটের আগুন থেকেই অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে।
যে সময় অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে, সেই সময় ধারাভাষ্য দিচ্ছিলেন অস্ট্রেলিয়ার প্রাক্তন ক্রিকেটার অ্যাডাম গ্রিলক্রিস্ট ও ইংল্যান্ডের প্রাক্তন অধিনায়ক মাইকেল ভন। তবে এই ঘটনায় এখনও অবধি হতাহতের কোনও খবর পাওয়া যায়নি।