খেলা

বড়সড় দায়িত্ব ছাড়লেন মেরি কম, কিন্তু কেন এই সিদ্ধান্ত ?

Mary Kom left the big responsibility, but why this decision?

The Truth Of Bengal : আর কয়েকটা মাসের অপেক্ষা তার পর প্যারিসে হতে চলেছে অলিম্পিক্সের আসর । এবার একেবারে অন্য রকম ভাবে হতে চলেছে এই অলিম্পিক্স ।  ১২৪ বছরের আধুনিক অলিম্পিক্সেও  কখনও হয়নি । এই অলিম্পিক সে মেরি কম কে দেওয়া হয়েছিল একটা বিশেষ পদ । শেফ দ্য মিশনের পদ দেওয়া হয়েছিল । আচমকা এই পদ থেকে সরে দাঁড়ালেন মেরি কম। ইন্ডিয়ান অলিম্পিক অ্যাসোসিয়েশনের প্রেসিডেন্ট পি টি উষাকে চিঠি দিয়েছেন মেরি কম। তিনি ওই চিঠিতে উল্লেখ করেছেন কিছু ব্যক্তিগত কারণের জন্যই এই পদ থেকে সরে আসা।

তবে দেশের জন্য কাজ করাটা গর্বের হলেও কিছু সমস্যা রয়ে গেছে , যে কারণে তিনি সরে আসতে বাধ্য হচ্ছে। দেশের অ্যাথলিটরা যখন পারফর্ম করবেন তাদের হয়ে গলা ফাটানোর জন্য রেডি আছেন বলেই মেরি কম উল্লেখ করেছেন। এদিকে পি টি উষার তরফ থেকেও জানানো হয়েছে মেরি কমের এই সিদ্ধান্ত মেনে নিয়েছে কর্তৃপক্ষ। এবার কয়েকদিনের মধ্যেই নয়া সেফ দা মিশনের নাম উল্লেখ করা হবে বলেই জানা গেছে ।

গত ২১ মার্চই ভারতের শেফ দ্য মিশন হিসাবে সামনে এসেছিল মেরির নাম। মাত্র কয়েকদিনের মধ্যে তিনি এই সিদ্ধান্ত নিয়েছেন ।

 

 

Related Articles