ইডেনে মার্শ-পুরান ঝড়, নাইটদের বিপক্ষে পন্থদের সংগ্রহ ২৩৮ রান
Marsh-Puran storm at Eden, Pant collect 238 runs against Knights

Truth Of Bengal: মঙ্গলবার ইডেনে আইপিএল-র ম্যাচে নাইটদের মুখোমুখি হয়েছিল লখনউ সুপার জায়ান্ট। টসে জিতে প্রথমে ব্যাট করার সিদ্ধান্ত নিয়েছিলেন নাইট অধিনায়ক অজিঙ্কা রাহানে। কিন্তু তিনি হয়ত ভাবতেই পারেননি লখনউ-র দুই ব্যাটার মিচেল মার্শ ও অ্যাডাম মার্করাম তাঁদের বিপক্ষে ম্যাচেই নিজের সেরা পারফরম্যান্সটা করে ফেলবেন। দুই ব্যাটারই হয়ে উঠলেন নাইট বোলারদের কাছে ত্রাসের কারণ।
মার্করাম ৪৭ রানে প্যাভেলিয়নে ফেরার সঙ্গে সঙ্গে মার্শের সঙ্গে জুটি বাঁধেন নিকোলাস পুরান। তারপরই ক্রিকেটের নন্দনকান দেখল দুই লখনউ ব্যাটারের ব্যাট হাতে তাণ্ডব। মার্শ ৪৮ বলে ৮১ রানের দুরন্ত ইনিংস খেলেন। তাঁর ইনিংস সাজানো ছিল ৬টি চার এবং ৫টি ছয়। অপর দিকে মাত্র ৩৬ বলে ৮৭ রানের ইনিংস উপহার দিলেন পুরাণ। তাঁর ইনিংস সাজানো ছিল ৭টি চার এবং ৮টি ছয়। শেষ পর্যন্ত নির্ধারিত ২০ ওভারে লখনউ সংগ্রহ করে ৩ উইকেটের বিনিময়ে ২৩৮ রান।
নাইটদের হয়ে দুটি উইকেট দখল করেন হর্ষিত রানা। এবং একটি উইকেট নেন আন্দ্রে রাসেল। বাকিরা আজ সবাই ব্যর্থ হয়েই রইলেন। পুরান নাইটদের বিরুদ্ধে যে ছন্দে ব্যাট করলেন, তা সত্যিই অসাধারণ। রাসেলের এক ওভারে তিনি নিলেন ২৪টি রান। সঙ্গে ছিল দুটি ছক্কা।