খেলা

ডার্বি ভুলে হায়দরাবাদ ম্যাচের প্রস্তুতি শুরু মেরিনার্সের

Mariners started preparing for the Hyderabad match after forgetting the derby

Truth of Bengal: শুরুটা ভাল না হলেও, মোলিনার ছাত্ররা ক্রমশ ডানা মেলতে শুরু করেছে। বাগানে বসন্ত আসার আগেই আবার ফুল ফুটতে শুরু করেছে। মোহনবাগান সুপার জায়েন্টের দাপটে পরপর পথ হারিয়েছে ময়দানের বাকি দুই প্রধান মহামেডান, ইস্টবেঙ্গল।

শেষ অ্যাওয়ে ম্যাচে শক্তিশালী বেঙ্গালুরু এফসির কাছে বড় ব্যবধানে পরাজিত হওয়ার পর যে বাগান সমর্থকরা গেল গেল রব তোলার পাশাপাশি কোচ মোলিনার অপসারণ চেয়েছিলেন, তাঁরাই আজ স্প্যানিশ হেডস্যারকে নিয়ে উচ্ছ্বসিত। বাগানের যে ডিফেন্স নিয়ে মেরিনার্স থরহরি কম্পমান হচ্ছিল সেই রক্ষণভাগই মহামেডান, ইস্টবেঙ্গলের বিরুদ্ধে ক্লিনশিট রাখতে পেরেছে।

গত দুইটি ডার্বিতে অনবদ্য পারফরম্যান্স গঙ্গা পাড়ের ক্লাবের। এই দুই ম্যাচের পর আত্মবিশ্বাস তুঙ্গে শুভাশিস, ম্যাকলরেনদের। শেষ ম্যাচে ইমামি ইস্টবেঙ্গলকে পরাজিত করার ফলে পয়েন্ট টেবিলের ও অনেকটা উপরে চলে এসে এখন তিন নম্বরে মোহনবাগান। বর্তমানে ৫ ম্যাচে ১০ পয়েন্ট মেরিনার্সের। বেশ কয়েকদিনের বিরতির পর আগামী ৩০ অক্টোবর পরবর্তী ম্যাচ খেলবে মোহনবাগান।

যেখানে  প্রতিপক্ষ থাংবোই সিংটোর হায়দরাবাদ এফসি। ধারে ও ভারে দক্ষিণের এই দল অনেকটাই পিছিয়ে পেত্রাতোস, কাইথদের মোহনবাগানের থেকে। গত ম্যাচেই শক্তিশালী জামশেদপুর এফসির কাছে পরাজিত হয়েছে হায়দরাবাদ এফসি। তারাও মোহনবাগান ম্যাচকে পাখির চোখ করেছে ঘুরে দাঁড়ানোর জন্য। হায়দরাবাদের হোম ম্যাচ হওয়ায় দর্শক সমর্থনও তাদের অনুকূলেই থাকবে।

ডার্বি জেতার পর দুইদিন ফুটবলারদের ছুটি দিয়েছিলেন বাগান কোচ হোসে মোলিনা। তারপর গত মঙ্গলবার থেকেই পুনরায় চালু হয় অনুশীলন। যেখানে প্রথম থেকেই নজর কেড়েছিলেন সকল ফুটবলাররা। মূলত রিকভারি সেশন ছিল প্রথমদিন। যার ফলে ফুরফুরে মেজাজেই এদিন দেখা গিয়েছিল দলের ফুটবলারদের। পাশাপাশি ক্লান্তির ছাপ মুছে পরবর্তী ম্যাচের জন্য ছক কষার কাজ ও শুরু করে দেন মোলিনা। সূত্রে জানা গিয়েছে, আসন্ন হায়দরাবাদ ম্যাচের জন্য মূলত পাসিং ফুটবলকেই হাতিয়ার করতে চলেছেন সবুজ-মেরুনের হেডস্যার।

Related Articles