মনুকে শ্যুটার নয়, ক্রিকেটার বানানো উচিত ছিল, মত রামকৃষ্ণের
Manu should have been made a cricketer, not a shooter, says Ramakrishna

Truth Of Bengal: ২০২৪ সালের প্যারিস অলিম্পিক গেমসে ভারতের হয়ে শ্যুটিংয়ে জোড়া পদক জিতছিলেন শ্যুটার মনু ভাকের। পদক জয়ের পাশাপাশি স্বাধীন ভারতের প্রথম ক্রীড়াবিদ হিসেবে অলিম্পকের মতো মেগা ইভেন্টে জোড়া পদক জয় করারও নজির গড়েছিলেন। কিন্তু চলতি বছরের হকির জাদুকর ধ্যানচাঁদ নামাঙ্কিত খেলরত্ন পুরস্কারের তালিকা থেকে মনুর নাম আশ্চর্যজনকভাবে বাদ পড়ায় ক্ষোভ জানাতে ভুললেন না তাঁর বাবা রামকৃষ্ণ ভাকের।
সাংবাদিকদের মুখোমুখি হয়ে এই প্রসঙ্গে রামকৃষ্ণ ভাকের জানান, আমার মনে হয় মনুর খেলরত্ন পুরস্কার পাওয়ার যোগ্য ব্যক্তি। আমার আফশোস হচ্ছে, মনুকে কেন আমি ক্রিকেটার না বানিয়ে শ্যুটার বানালাম। আজ মনু যদি ক্রিকেটার হত, তাহলে নিশ্চই দেশের সমস্ত সেরা পুরস্কারই ওঁর ঝুলিতে দেখা যেত।
পাশাপাশি তিনি আরও বলেন, মনু অলিম্পিকের মতো আসরে দূরন্ত পারফরম্যান্স করার পরও যদি খেলরত্ন পুরস্কারের তালিকা থেকে বাদ পড়েন, তাহলে একটা সন্দেহ থেকেই যায়। খেলরত্ন পুরস্কারের তালিকা থেকে নিজের নাম বাদ পড়ার পরই মনু নাকি যথেষ্ট ভেঙে পড়েছেন। এবং একপ্রকার হতাশ হয়েই মনু নাকি বলতে শুরু করেছেন তাঁর দেশের হয়ে অলিম্পিক্সে পদক জেতাই উচিত হয়নি, এমনকি অ্যাথলেট হওয়া তাঁর অন্যতম বড় ভুল হয়েছে। এমন কথাই সাংবাদিকদের জানিয়েছেন অলিম্পিকে জোড়া পদকজয়ী অ্যাথলেটের বাবা।
প্রসঙ্গত, মনুর নাম কেন খেলরত্ন পুরস্কারের তালিকা থেকে বাদ পড়া হয়েছে, তাই নিয়ে কেন্দ্রীয় ক্রীড়া মন্ত্রকের পক্ষ থেকে দাবি করা হয়েছে, অলিম্পক গেমসে জোড়া পদকজয়ী মনু নাকি খেলরত্ন পুরস্কারের জন্য আবেদনই করেননি। এদিকে কেন্দ্রীয় ক্রীড়া মন্ত্রকের এই তত্ত্ব খারিজ করে দিয়েছেন মনুর বাবা। তাঁর মতে, মনু খেলরত্ন পুরস্কারের জন্য আবেদন করা সত্ত্বেও, সেই দফতর থেকে কোনও উত্তর পাওয়া যায়নি।
এখন এই ঘটনা নিয়ে যখন দেশের সর্বত্র জোড় তর্জা চলছে, সেই সময়ই সূত্র মারফত জানা গিয়েছে, ইতিমধ্যেই কেন্দ্রীয় ক্রীড়ামন্ত্রকের কাছে গোটা বিষয়টি তুলে ধরা হয়েছে। এমনকি দেশের যাতে খেলরত্ন পুরস্কারের তালিকায় মনুর নাম অন্তর্ভূক্ত করারও নাকি আবেদন করা হয়েছে।