খেলরত্ন পুরস্কারের চূড়ান্ত তালিকায় স্থান পেতে পারেন মনু
Manu beat to make it to the final list of Khel Ratna award

Truth Of Bengal: ধ্যানচাঁদ নামাঙ্কিত খেলরত্ন পুরস্কারের জন্য প্যারিস অলিম্পিক গেমসে পদক জয়ী মনু ভাকেরের নাম না থাকায় সর্বত্রই উঠেছে সমালোচনার ঝড়। এবার সেই সমালোচনার হাত থেকে মুক্তি পেতে শেষ পর্যন্ত কোমড় বেঁধে আসরে নামল কেন্দ্রীয় সরকার। সূত্রের খবর, এই তালিকায় শেষ মুহূর্তে নাকি ওই তালিকায় স্থান পারেন মনুর ভাকের। তবে এখনও এই বিষয়ে কিছু চূড়ান্ত সিদ্ধান্ত হয়নি। পুরো বিষয়টিই কেন্দ্রীয় ক্রীড়ামন্ত্রীর হাতে রয়েছে বলেও জানা গিয়েছে।
বিশেষ সূত্রে জানা গিয়েছে, তালিকা চূড়ান্ত না হলেও প্রাথমিক তালিকায় দুজনের নামই জানা গিয়েছিল। এঁরা হলেন ভারতীয় পুরুষ হকি দলের অধিনায়ক হরমনপ্রীত সিং এবং প্যারা অ্যাথলিট প্রবীণ কুমারের নাম। এই তালিকায় মনুর নাম না দেখেই সমালোচনা শুরু হয়েছিল। এমনকি সমালোচনায় বিদ্ধ হচ্ছিলেন পুরস্কারপ্রাপকদের বেছে নেওয়ার কমিটিতে থাকা প্রাক্তন জাতীয় ক্রিকেটার অনিল কুম্বলে, বিজেন্দ্র সিংরাও।
তালিকায় মনুর নাম না দেখে ক্ষোভপ্রকাশ করেছিলেন তাঁর বাবার পাশাপাশি জাতীয় কুস্তি সংস্থার সভাপতি কালিকেশ সিং-ও। সংবাদমাধ্যমের কাছে তিনি জানান, মনু এই পুরস্কারের জন্য আবেদন করেছে কি না আমার জানা নেই। যদি ও পুরস্কারের জন্য আবেদন করে থাকে, তাহলে অবশ্যই মনু এই পুরস্কার পাওয়ার অন্যতম যোগ্য ব্যক্তি বলেই আমার মনে হয়।
এদিকে মনু প্রথমে জানিয়েছিলেন, তিনি পুরস্কারের জন্য আবেদন করলে কেন্দ্রীয় ক্রীড়া মন্ত্রকের দফতর সূত্রে কোনও কিছুই তাঁকে জানানো হয়নি। এরপরই তালিকায় মনুর নাম না দেখে তীব্র ক্ষোভপ্রকাশ করেছিলেন মনুর বাবাও। অবশ্য এই ঘটনার পর পরই মনুর একটা মন্তব্যে ফের ঘটনার মোড় ঘুড়ে যায় পুরো ১৮০ ডিগ্রি।
মনু জানান, হয়তো পুরস্কারের ফর্ম পূরণ করার সময়, কিছু ভুল তাঁর ক্ষেত্রেও হতে পারে। দেশের হয়ে সব সময়ই নিজের সেরাটা দেওয়ার জন্য তিনি প্রস্তুত। কোনও প্রতিযোগিতায় দেশের হয়ে নিজের সেরাটা দেওয়া। পুরস্কার জেতা আমার মূল লক্ষ্য নয়। এখন দেখা যাক শেষ পর্যন্ত কোথাকার জল কোথায় গিয়ে থামে।