
Truth Of Bengal: চলতি বছরের খেলরত্ন পুরস্কারের জন্য মনোনীত হয়েছেন শ্যুটার মানু ভাকের, সদ্য বিশ্ব চ্যাম্পিয়ন ডি গুকেশ, হকি খেলোয়াড় হরমনপ্রীত সিং-রা। শুক্রবার খেলরত্ন পুরস্কারের পাশাপাশি আরও বিভিন্ন পুরস্কারও দেশের ক্রীড়াজগতের উল্লেখযোগ্য ক্রীড়াবিদদের হাতে।
President #DroupadiMurmu presents the prestigious Major Dhyan Chand Khel Ratna Award to shooter @realmanubhaker at the National Sports Awards 2024. #Shooting #NationalSportsAwards @Media_SAI @IndiaSports pic.twitter.com/OruucHTX3p
— DD News (@DDNewslive) January 17, 2025
এই খেলোয়াড়দের হাতে পুরস্কার তুলে দেন রাষ্ট্রপতি দ্রৌপদি মূর্মু। এছাড়া প্যারিসের প্যারা অলিম্পিক গেমসের আসরে হাইজাম্পে সোনা জয়ী হরমনপ্রীত এবং প্রভীন কুমারকেও খেলরত্ন সম্মানে ভূষিত করা হয়। প্রসঙ্গত, মনু গত বছরই প্যারিস অলিম্পক্সে শ্যুটিং দেশের হয়ে জোড়া পদক জয় করেছিলেন। যা স্বাধীন ভারতের ইতিহাসে প্রথম শ্যুটার হিসাবে এক অনন্য নজির।
President #DroupadiMurmu presents the prestigious Major Dhyan Chand Khel Ratna Award to the Youngest world chess champion @DGukesh at the National Sports and Adventure Awards 2024 at Rashtrapati Bhavan.#Chess #ChessOlympiad #NationalSportsAwards @Media_SAI @IndiaSports pic.twitter.com/YqNeAsX9EG
— DD News (@DDNewslive) January 17, 2025
এর পাশাপাশি হায়দরাবাদের তরুণ দাবাড়ু ডি গুকেশ সিঙ্গাপুরে আয়োজিত বিশ্ব দাবার চ্যাম্পিয়নশিপে কনিষ্ঠতম দাবাড়ু হিসাবে বিশ্ব জয়ের স্বাদ পেয়েছেন। এই চ্যাম্পিয়নশিপের আসরে গুকেশ পরাজিত করেন চিনা দাবাড়ু ডিং লিরেনকে। এবং এই খেতাব জয় করেই বিশ্বনাথন আনন্দের পর দ্বিতীয় ভারতীয় দাবুড়ু হিসাবে এমন নজির গড়েছিলেন গুকেশ।