ধ্যানচাঁদ খেলরত্ন পুরস্কার পাচ্ছেন মনু ভাকের, ডি গুকেশ-সহ চার খেলোয়াড়
Manu Bhaker, D Gukesh among four more players to receive Khel Ratna award

Truth Of Bengal: ‘ধ্যানচাঁদ খেল রত্ন’ পুরস্কারে সম্মানিত হতে চলেছেন দ্বৈত অলিম্পিক পদক বিজয়ী মনু ভাকের এবং বিশ্ব দাবা চ্যাম্পিয়ন ডি গুকেশ-সহ ভারতীয় পুরুষ হকি দলের অধিনায়ক হরমনপ্রীত সিং এবং প্যারালিম্পিয়ান প্রবীণ কুমারও। বৃহস্পতিবার এমনটাই জানিয়েছে ক্রিড়া দফতর। তবে জানা গিয়েছে, খেলারত্ন পুরস্কারের জন্য মনোনীতদের মধ্যে প্রথমে মনুর নাম ছিল না।
JUST IN: World Chess Champion D Gukesh, Paris Olympics bronze medallists Harmanpreet Singh (hockey) and Manu Bhaker (shooting), and Paris Paralympics gold medallist Praveen Kumar (high jump) are set to receive the Major Dhyan Chand Khel Ratna Award 2024
Details:… pic.twitter.com/RO2KNx6Fky
— Sportstar (@sportstarweb) January 2, 2025
১৭ জানুয়ারি নয়াদিল্লিতে রাষ্ট্রপতি ভবনে একটি বিশেষভাবে আয়োজিত অনুষ্ঠানে রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মুর কাছ থেকে খেলরত্ন পুরস্কার গ্রহণ করবেন। মন্ত্রক এক বিবৃতিতে বলেছেন, “কমিটির সুপারিশের ভিত্তিতে এবং যথাযথ যাচাই-বাছাই করার পরে, সরকার নিম্নলিখিত ক্রীড়াবিদ, কোচ, বিশ্ববিদ্যালয় এবং সত্তাকে পুরস্কার দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে।”