খেলা

আক্ষেপ নিয়েই অবসর নিলেন মনোজ তিওয়ারি

Manoj Tiwari retired with regret

The Truth Of Bengal : রবিবার রঞ্জি ম্যাচকে স্মরণীয় করে রাখলেন মনোজ তিওয়ারি। মাঠে নেমে ইডেনের বাইশগজে প্রণাম সারলেন ও একইসঙ্গে চুম্বনও করলেন তৃণমূলের বিধায়ক তথা রাজ্যের ক্রীড়া প্রতিমন্ত্রী ও বাংলার অধিনায়ক মনোজ তিওয়ারি। পেশাদার ক্রিকেট থেকে অবসর নেওয়ার পর মনোজ তিওয়ারি সোশ্যাল মিডিয়ায়  আবেগঘন পোস্ট করেছেন । উল্লেখ্য কলকাতা নাইট রাইডার্সের প্রথম বার আইপিএল জয়ের সঙ্গে ওতোপ্রোতো ভাবে জড়িয়েছিলেন তিনি । ফাইনালে চেন্নাই সুপার কিংসের বিপক্ষের মাঠে তার মারা চারই কেকেআরকে ট্রফি দিয়েছিল ২০১২ সালে ।

উল্লেখ্য , সোমবার সাংবাদিক বৈঠকে মনোজ তিওয়ারি বলেছিলেন, “কেকেআরে থাকার সময় গৌতম গম্ভীরের সঙ্গে আমার একবার খুব ঝগড়া হয়েছিল। তবে সেই কথা কোনও দিন প্রকাশ্যে আসেনি । ২০১২ সালে কেকেআর চ্যাম্পিয়ন হয়।  আর ওই সময়ে চার মারতে পেরেছিলাম বলে দল জেতে । এবং ২০১৩-তে গম্ভীরের সঙ্গে ঝগড়া না হলে হয়তো আরও দুই-তিন বছর কেকেআরের হয়ে খেলতাম ” । ২০১২তে  চ্যাম্পিয়ন হওয়ার পর মাত্র একবছর কেকেআরে খেলেন মনোজ। ছাড়ার ইচ্ছা না থাকলেও একপ্রকার বাধ্য হন তিনি ।

এছাড়াও  দিল্লি ক্যাপিটালসে থাকার সময়ও মনোজ তিওয়ারির সঙ্গে টিম ম্যানেজমেন্টের ঝামেলা বেঁধেছিল। সেই বিষয়টিকেও সামনে  আনলেন তিনি। মনোজ তিওয়ারি  আরও বলেন “দিল্লি ক্যাপিটালসে খেলার সময় গ্যারি কার্স্টেন কোচ ছিল। একের পর এক ম্যাচে চোখের সামনে দেখছিলাম প্রথম একাদশ ঠিক হচ্ছে না। কম্বিনেশন ঠিক নেই। যোগ্য ক্রিকেটারেরা খেলার সুযোগ পাচ্ছিল না। অনেকেই চোটের কারণে বাইরে ছিল।”  রবিবার অবসর ঘোষণা করার পর প্রাক্তন ভারতীয় ক্রিকেটার মনোজ তিওয়ারি তার ক্যারিয়ারের বিভিন্ন ঘটনা নিয়ে স্মৃতিচারণা করতে গিয়ে আবেগ তাড়িত হয়ে পড়েন। প্রাক্তন বাংলার অধিনায়ক যে আগামীতে আর ২২ বাজে ফিরবেন না সে কথা রবিবারেই স্পষ্ট করে দেন।

Free Access

 

Related Articles