
The Truth of Bengal: রবিবার নিজের ক্রিকেট জীবনের ইতি টানলেন মনোজ তিওয়ারি। রবিবাসরীয় বিকেলে জমকালো সংবর্ধনার আয়োজন করেছিল ক্রিকেট এসোসিয়েশন অফ বেঙ্গল বা সিএবি। উপস্থিত ছিলেন সিএবির কর্তা ব্যক্তিত্বরা সেই সঙ্গে ছিলেন বহু প্রাক্তন ক্রিকেটাররা, উপস্থিত ছিলেন প্রিন্স অফ ক্যালকাটা সৌরভ গঙ্গোপাধ্যায় সহ ঝুলন গোস্বামী এবং গোটা বাংলা দল।
নিজের ক্রিকেট জীবনে ইতি টানার আগে ড্রেসিং রুমে গিয়ে নিজের খেলার সামগ্রীগুলো ভালো করে দেখে গুছিয়ে নিলেন মনোজ তিওয়ারি। বিদায়ের এই মুহূর্তে এদিন তিনি আবেগঘন হয়ে পড়েন। বিদায়ের এই মঞ্চে তিনি তার বাবাকে স্মরণ করেন। একই মঞ্চে দেখা যায় মনোজ তিওয়ারি ও সৌরভ গঙ্গোপাধ্যায় কে দেখা।
সৌরভ গঙ্গোপাধ্যায় এদিন মনোজ তিওয়ারি সম্পর্কে বলতে গিয়ে বলেন তার অবদানের কথা মনোজের ১০ হাজার রানের কথা বলতে গিয়ে সৌরভ আরো বলেন গুরুত্বপূর্ণ সময়টা বাংলাকে দিয়েছেন তিনি। সিএবির পক্ষ থেকে সোনার রং করা ব্যাচ এদিন বাংলার অধিনায়কের হাতে তুলে দেওয়া হয় আনুষ্ঠানিকভাবে বিদায় জানানো হয় মনোজকে। রঞ্জিতে এদিন বাংলা জেতার পরেই তিনি স্বস্তিতে অবসর নেন।