হংকং ম্যাচের জন্য ২৮ সদস্যের নাম ঘোষণা মানালোর
Manalo announces 28-member squad for Hong Kong match

Truth Of Bengal: আগামী ১০ জুন এএফসি এশিয়ান কাপ কোয়ালিফাই রাউন্ডের গ্রুপ পর্বের ম্যাচে ভারত খেলবে হংকংয়ের বিরুদ্ধে। এই ম্যাচের জন্য বুধবার ২৮ সদস্যের ফুটবলারদের তালিকা ঘোষণা করলেন ভারতীয় দলের প্রধান কোচ মানালো মার্কওয়েজ। তালিকায় নাম থাকা সকল ফুটবলারদের আগামী ১৮ মে কলকাতায় জমায়েত হওয়ার নির্দেশ দেওয়া হয়েছে। এই প্রস্তুতি ম্যাচের শিবির অনুষ্ঠিত হবে প্রায় ১০ দিন ধরে। এবং ৪ জুন ভারত উড়ে যাবে হংকংয়ের উদ্দেশে।
এক নজরে দেখে নেওয়া যাক ভারতের ঘোষিত ২৮ জন ফুটবলারের নাম
গোলরক্ষক- ঋত্ত্বিক তেওয়ারি, বিশাল কায়েথ, গুরমিত সিং ও অমরিন্দর সিং
ডিফেন্ডার- নাওরেম রোশন সিং, রাহুল ভেকে, চিঙ্গালসানা, আনোয়ার আলি, বরিস সিং, সন্দেশ ঝিঙ্ঘান, আশীষ রাই, শুভাশীষ বসু, মেহতাব সিং, অভিষেক সিং।
মিডফিল্ডার- সুরেশ সিং ওয়াংজাম, নাওরেম মহেশ সিং, নিখিল প্রভু, আয়ুশ দেব ছেত্রী, উদান্তা সিং, লালেনজামাউইয়া রালতে (ছাংতে), লিস্টন কলাসো, আশিষ কুরিয়ান ও বরিসন ফার্নান্ডেস।
ফরোয়ার্ড- সুনীল ছেত্রী, ইরফান এডওয়ার্ড, মনবীর সিং, সুহেল আহমেদ ভাট, লালিয়ানজুয়ালা ছাংতে।