খেলা

পুরনো ক্লাবে ফিরতে পারেন মহীতোষ-তন্ময়রা

Mahitosh Roy-Tanmoy Ghosh can return to the old club

Truth Of Bengal: চলতি আইএসএলে একেবারেই ছন্দে নেই মহমেডান। পয়েন্ট টেবিলের একদম শেষে রয়েছে শতাব্দী প্রাচীন ক্লাবটি। এবার সেখান থেকে ঘুড়ে দাঁড়ানোর স্বপ্ন দেখছে মহমেডান টিম ম্যানেজমেন্ট। সূত্রের খবর, জানুয়ারির সেকেন্ড উইন্ডোতেই সাদা-কালো কর্তারা দলে নেওয়ার জন্য ইতিমধ্যেই যোগাযোগ শুরু করেছেন একজন সেন্ট্রাল মিডফিল্ডার ও ডিফেন্ডারের। তবে কাঁদের দলে নেওয়া হবে এই বিষয়ে এখানও চূড়ান্ত কিছুই হয়নি বলে জানা গিয়েছে।

বিশেষ সূত্রের খবর, এদিকে মাঝমাঠে তাঁদের পুরনো খেলোয়াড় মহিতোষ রায়কে আবার দলে ফেরাতে উদ্যোগী হয়েছেন মহমেডান কর্তারা। তাঁদের তরফ থেকে কথাবার্তাও নাকি সেরে ফেলা হয়েছে। জানুয়ারিতে উইন্ডো খুললেই মহীতোষকে দলে ফিরিয়ে নেবে মহমেডান।

তবে শুধু মহীতোষই নন, তাঁর সঙ্গে সাদা-কালো কর্তাদের নজরে রয়েছেন তাঁদেরই আরও এক প্রাক্তনী তন্ময় ঘোষও। মহীতোষের মত তন্ময়ের সঙ্গেও প্রায় অনেকটাই কথাবার্তা এগিয়ে রেখেছেন কর্তারা। ফলে তাঁরও পুরনো দলে ফেরা নাকি একপ্রকার সময়ের অপেক্ষা।

প্রসঙ্গত, গত আই লিগজয়ী মহমেডান দলের অন্যতম সদস্য ছিলেন এই তন্ময়। আইএসএল-এ দল খেলার যোগ্যতা অর্জন করতেই তাঁকে ছেড়ে দেন সাদা-কালো কর্তারা। বর্তমানে আই লিগের দল রাজস্থান ইউনাইটেডের হয়ে খেলছেন তিনি এবং মহীতোষ দুজনেই। আইএসএল- এ হতাশজনক পারফরম্যান্স করার ফলেই দুই বঙ্গ তনয়কে দলে ফেরাতে ফের উদ্যোগী হয়েছেন কর্তারা। এখন দেখা যাক শেষ পর্যন্ত কোথাকার জল কোথায় গিয়ে দাঁড়ায়।