খেলা

অধিনায়কত্ব ছাড়ার পর বিরাটকে এসএমএসের কারণ ব্যাখ্যা করলেন মাহি

Mahi explained the reason behind the SMS to Virat for leaving the captaincy

Truth Of Bengal : মহেন্দ্র সিং ধোনি। ভারতীয় দলের প্রাক্তন বিশ্বকাপজয়ী অধিনায়ক। এই মুহূর্তে জাতীয় দল থেকে তিনি অবসর নেওয়ার অনেক সতীর্থের সঙ্গেই মাহি যোগাযোগ রাখেন না। কিন্তু বিরাট কোহলি যখন ২০২২ সালে ভারতীয় দলের অধিনায়কের পদ ছেড়ে দিয়েছিলেন, তখন একদা সতীর্থকে নিজে থেকেই এসএমএস করেছিলেন ধোনি। আর প্রাক্তন অধিনায়কের কাছ থেকে তিনি যে এসএমএস পেয়েছিলেন তা খোদ জানিয়েছিলেন বিরাট কোহলি নিজেই।

এই প্রসঙ্গে কোহলি জানান, ‘আমি যখন জাতীয় দলের অধিনায়কের পদ ছেড়েছিলাম, সেই সময় একজনই মাত্র আমাকে এসএমএস করেছিল। তিনি হলেন মহেন্দ্র সিং ধোনি। আমার নম্বর অনেকের কাছেই ছিল। কিন্তু তাঁরা কেউ আমাকে এসএমএস করেননি।’

আগামী মাসেই শুরু হচ্ছে আইপিএল। সেই টুর্নামেন্ট শুরুর আগে বিরাটকে কেন এসএমএস করেছিলেন তাঁর কারণ ব্যাখ্যা করলেন ভারতের প্রাক্তন অধিনায়ক। ধোনি বলেন, ‘জাতীয় দল থেকে সরে অবসরের পর আমি সাধারণত কারোর সঙ্গে খুব বেশি যোগাযোগ রাখি না। কিন্তু মাঝে মাঝে কারও আপনাকে প্রয়োজন হতেই পারে। ঠিক তখন তাঁকে একটা এসএমএস করাই যথেষ্ট।’

উল্লেখ্য, ধোনি নিজেও একটা সময় জাতীয় দলের অধিনায়কত্ব করেছেন। তাঁর অধিনায়কত্বে অনেক সাফল্যও পেয়েছিল ভারত। কিন্তু ধোনি বুঝতে পেরেছিলেন অধিনায়কত্বের দায়িত্ব চলে যাওয়ার সময় একজন খেলোয়াড়ের মনের অবস্থা কি হতে পারে। কেননা তিনিও যে একটা সময় এইরকম পরিস্থিতির সম্মুখীন হয়েছিলেন। তাই বিরাটের মনের অবস্থা বুঝতে পেরে তাঁকে এসএমএস করেছিলেন।

ধোনির সঙ্গে এরপর বলতে গিয়ে বিরাট জানান, ‘ধোনি ভাইয়ের সঙ্গে আমার কোনও রেষারেষি ছিল না। মাহি আমার কাছে বড় ভাইয়ের মতোই। ওঁকে খুব কাছ থেকে দেখে বুঝেছি ধোনি প্রচণ্ড সৎ মানুষ। শুধু ক্রিকেটার ধোনিই নন, মানুষ ধোনির সান্নিধ্য পাওয়াও আমার জীবনে এক বিশেষ প্রাপ্তি।

Related Articles