আর্মান্দো দ্রোণাচার্য পাওয়ায় খুশি মহেশ, অভিজৎ, ক্লিফোর্ডরা
Mahesh, Abhijat, Cliffords are happy to get Armando Dronacharya

Truth Of Bengal : মহেশ গাউলি, সহকারী প্রশিক্ষক ভারতীয় দল- আর্মান্দো কোলাসো ফুটবলের দ্রোণাচার্য পুরস্কার পাওয়ায় আমার দারুণ আনন্দ হয়েছে। ভারতীয় ফুটবলে ওঁনার অবদান কখনও অস্বীকার করার উপায় নেই। ডেম্পোকে পাঁচবার আই লিগ খেতাব এনে দিয়েছেন তিনি। এছাড়া তাঁর হাত ধরেই ভারতীয় ফুটবলে অনেক তারকা ফুটবলার উঠে এসেছে। আমিও ওঁনার প্রশিক্ষণে ডেম্পোতে খেলেছি। সুতরাং আমি কোলাসোকে দেখেছি। ওঁনার মত ফুটবল লাভার্স মানুষ আজ বিরল। আমার তরফ থেকে অসংখ্য শুভেচ্ছা জানাই আমার অন্যতম প্রিয় কোচকে।
ক্লিফোর্ড মিরান্ডা, সহকারী কোচ মুম্বই সিটি এফসি- আর্মান্দো কোলাসো এই সম্মানের যোগ্য ব্যক্তি বলেই আমার মনে হয়। ডেম্পোতে থাকাকালী ওঁনার প্রশিক্ষণে খেলার সুযোগ পেয়েছিলাম। শুধু কোচ হিসাবেই নয়, আর্মান্দো দারুণ ভাল মানুষও বটে। ডেম্পোর হয়ে পাঁচবার আইলিগ জেতা মুখের কথা নয়। যখনই শুনেছি আর্মান্দো স্যারকে এই সম্মানে ভূষিত করা হচ্ছে, তখনই আমার দারুণ আনন্দ হয়েছে। ভারতীয় ফুটবলে ওঁনার অবদান অস্বীকার করা যায় না। কাজেই যোগ্য লোকের হাতেই এই সম্মান তুলে দেওয়া হয়েছে।
অভিজিৎ মণ্ডল, প্রাক্তন গোলরক্ষক- আমি দারুণ খুশি হয়েছি, আমার অন্যতম প্রিয় কোচকে এই সম্মান দেওয়ার জন্য। আমি তাঁকে অভিনন্দন জানিয়েছি। ভারতীয় ফুটবলে অনন্য নজির সৃষ্টি করেছিলেন তিনি। যা আজও অক্ষত হিসাবে রয়ে গিয়েছে। ডেম্পোর কোচ হয়ে তিনি দেখিয়ে দিয়েছিলেন, কীভাবে সাফল্য অর্জন করতে হয়। আমি ভাগ্যবান যে তাঁর কোচিংয়ে খেলার সুযোগ পেয়েছিলাম।