
The Truth of Bengal: মাহি আবেগ দর্শকদের কাছে । তাকে কাছ থেকে দেখার জন্য অপেক্ষায় থাকে আপামর জনতা । মাহির অটোগ্রাফ চান সকলে । এবার যেন তিনি ধরা দিলেন দর্শকদের কাছে । কারণ তিনি এবার তার আদি গ্রামে গেলেন । স্ত্রী সাক্ষীকে নিয়ে গেলেন তিনি । উত্তরাখণ্ডের আলমোরায় মহেন্দ্র সিং ধোনি গেলেন তার পরিবারের কাছে। পৈতৃক ভূমিতে ।সেই গ্রামে যেতেই মাহিকে দেখার জন্য হাজারো মানুষের ঢল দেখা যায় । যদিও খুশি মাহি । তার কেরিয়ার জীবনে বহু মানুষের ভালোবাসা আশীর্বাদ পেয়েছেন । তা আরো একবার দেখা গেল ।
সোশ্যাল সাইটে হু হু করে ছড়িয়েছে এই ভিডিও । স্ত্রী সাক্ষীর সঙ্গে পুজো করতে দেখা যায় তাকে । বহু মানুষ ধোনিকে কাছে পাওয়ার মুহূর্ত তুলে রাখার জন্য ছবি ও তোলেন বেশ কিছু । আইপিএলে ঘরের মাঠে হোক বা কলকাতায় মাহিকে পেলে ভক্তেরা আবেগে ভাসেন । তার নজির রয়েছে । সম্প্রতি তিনি ৪২-এ পা দিয়েছেন। কিন্তু তাঁকে দেখে বয়স বোঝার জো নেই। এখনও অসম্ভব ফিট ভারতের প্রাক্তন অধিনায়ক মহেন্দ্র সিং ধোনি ।
এই বয়সে অনেকেই অবসরের সিদ্ধান্ত নিয়ে নেন। তবে মাহি এত তাড়াতাড়ি অবসর নেবেন না । কারণ কেউ কেউ জিজ্ঞেস করেছেন মাহিকে কাছ থেকে দেখে । তিনি সাফ জানিয়েছেন এত তাড়াতাড়ি অবসরের কথা ভাবছেন না । কিছুদিন আগে তার অস্ত্রোপচার হয়েছিল পাঢয়ে । এখন যদিও ভালো আছেন তিনি । নভেম্বরের মাঝেই সেরে উঠবেন । অর্থাৎ আগামী আইপিএলে যে দেখা যাবে তাকে তা স্পষ্ট ।
Free Access