IPL 2024কলকাতাখেলা

শনিবার ইডেনে মহারণ, যান নিয়ন্ত্রণে কলকাতা ট্রাফিক পুলিশ

Maharan in Eden on Saturday, Kolkata traffic police to control the traffic

The Truth of Bengal: শনিবার ঘরের মাঠে সানরাইজেস হায়দ্রাবাদ -র মুখোমুখি হবে কেকেআর। ইডেনের নিরাপত্তার কথা মাথায় রেখে যাবতীয় প্রস্তুতি শুরু করে দিয়েছে কলকাতা পুলিশ। কলকাতার রাস্তায় নিয়ন্ত্রণ করা হবে যান চলাচল পাশাপাশি বেশ কয়েকটি রাস্তায় পন্যবাহী যান  চলাচল নিষিদ্ধ করা হয়েছে। কলকাতা পুলিশের তরফে জানানো হয়েছে, শনিবার বিকেল ৪টে থেকে রাত ১টা পর্যন্ত ইডেন গার্ডেন্সের আশেপাশে ও ময়দান এলাকায় পণ্যবাহী যান চলাচল সাময়িক বন্ধ থাকবে।

সেইসঙ্গে সেন্ট জর্জেস গেট রোড ও পোস্তা বাজার এলাকা ছাড়া কোথাও পার্কিং বা পণ্য লোড-আনলোড করতে দেওয়া হবে না। কলকাতা পুলিশের তরফে জানানো হয়েছে, ভিক্টোরিয়া মেমোরিয়াল হলের আশেপাশের এলাকাতেও পণ্যবাহী যান চলাচল নিয়ন্ত্রণে থাকবে। ডি এল খান রোড থেকে ক্যাথিড্রাল রোড, হাসপাতাল রোড, কুইন্সওয়ে, ক্যাসুয়ারিনা অ্যাভিনিউ, লাভার্স লেন এলাকায় পণ্যবাহী যান চলাচল সীমিত থাকবে। পাশাপাশি কলকাতায় বেশ কিছু রাস্তায় পার্কিং নিষিদ্ধ থাকবে।

যে সব রাস্তায় পার্কিং নিষিদ্ধ, সেগুলি হল ক্ষুদিরাম বোস রোড, রানি রাসমনি রোড, ওল্ড কোর্ট হাউস স্ট্রিট, ইন্দিরা গান্ধী সরণি, গুরুনানক সরণি ও ডাফরিন রোড।একইসঙ্গে কলকাতা পুলিশের তরফে জানানো হয়েছে, উত্তর, পূর্ব ও দক্ষিণ কলকাতায় যান চলাচল স্বাভাবিক রাখতে বিশেষ ব্যবস্থা নেওয়া হয়েছে। উত্তর ও পূর্ব কলকাতা থেকে যে সব বাস, মিনিবাস আসবে, সেগুলিকে সেন্ট্রাল অ্যাভিনিউ, ম্যাঙ্গো লেন ও গণেশচন্দ্র অ্যাভিনিউয়ের দিকে ঘুরিয়ে দেওয়া হবে। পাশাপাশি দক্ষিণ কলকাতা থেকে যে সব বাস, মিনিবাস আসছে, সেগুলিকে আর আর অ্যাভিনিউ, গভার্নমেন্ট প্লেস ইস্ট, ওল্ড কোর্ট হাউস স্ট্রিট, বিবাদী বাগ হয়ে নেতাজি মূর্তির দিকে ঘুরিয়ে দেওয়া হবে।

Related Articles