মরসুম শেষেই রিয়াল ছাড়ছেন লুকা মদ্রিচ
Luka Modric to leave Real Madrid at the end of the season

Truth Of Bengal: রিয়াল ভক্তদের জন্য দুঃখের খবর। সংবাদসংস্থা সূত্রে খবর, এই মরসুম শেষে রিয়াল মাদ্রিদের সঙ্গে সম্পর্ক ছিন্ন করতে চলেছেন ক্রোয়েশিয়ার তারকা ফুটবলার লুকা মদ্রিচ। চলতি বছরের জুন মাস অবধি তাঁর সঙ্গে চুক্তি ছিল রিয়ালের। এরপর আর কোনও পক্ষই চুক্তি নবীকরণ করতে রাজি হয়নি বলেই জানা গিয়েছে বিশেষ সূত্র মারফত।
উল্লেখ্য, ২০১২ সালে লা ডেসিমা থেকে মাদ্রিদের ক্লাবটিতে যোগ দিয়েছিলেন লুকা। তারপর থেকে রিয়ালের জার্সি গায়ে মাঝমাঠের অন্যতম চালিকাশক্তি হিসাবে নিজেকে তুলে ধরেছেন বিশ্ব ফুটবলের মানচিত্রে। রিয়ালের জার্সি গায়ে একাধিক ট্রফি জয়ের স্বাদ পেয়েছেন মদ্রিচ। তার মধ্যে বিশেষ উল্লেখযোগ্য হল চ্যাম্পিয়ন্স লিগ, লা লিগার খেতাব। বিশেষ সূত্রের খবর, রিয়াল ছেড়ে নাকি ক্রোয়েশিয়ান মিডিও ইংল্যান্ডের দ্বিতীয় ডিভিশনের ক্লাব সোয়ানসি সিটি অ্যাসোসিয়েশনের মালিকানার অংশ হতে চলেছেন।