খেলা

ফিরে দেখা ২০২৪: বিতর্কে ভারতীয় খেলোয়াড়রা

Looking back 2024: Indian players in controversy

Truth Of Bengal: ১) প্যারিস অলিম্পিকে নিজের ক্যাটাগরিতে মাত্র ১০০ গ্রাম ওজন বেশি থাকায় সোনার পদক হাতছাড়া হয় ভিনেশ ফোগতের। ডিসকোয়ালিফায়েড হন ভিনেশ। সিদ্ধান্তকে চ্যালেঞ্জ করে তিনি আবেদন করেন কোর্ট অফ আর্বিট্রেশন ফর স্পোর্টসে। কিন্তু রায় একই বহাল থাকে। অভিমানে অবসর নেন ভিনেশ।

২) অলিম্পিকের নিয়ম লঙ্ঘন করায় মাঝপথে দেশে ফিরে আসেন ভারতীয় মহিলা কুস্তিগির অন্তিম পঙ্ঘল।

৩) বিসিসিআইয়ের নিয়ম মেনে ঘরোয়া ক্রিকেট না খেলায় সেন্ট্রাল কনট্র্যাক্ট থেকে বাদ পড়েন শ্রেয়স আইয়ার ও ঈশান কিসান।

৪) ফিফা ফুটবল বিশ্বকাপে কোয়ালিফাই করতে ব্যর্থ হওয়ায় অল ইন্ডিয়া ফুটবল ফেডারেশন ভারতের জাতীয় ফুটবল দলের কোচ ইগর স্টিম্যাচকে সরিয়ে দেয়। এআইএফএফকে দোষারোপ করেন ইগর স্টিম্যাচ। পেমেন্ট বাকি রাখায় তিনি ফিফার দ্বারস্থ হন। এআইএফএফকে বকেয়া ৪ লাখ মার্কিন ডলার মিটিয়ে দিতে হয়।

Related Articles