নজরে আজ প্যারিস অলিম্পিকে ভারতীয় খেলোয়াড়রা, কোন কোন ইভেন্টে আজ পদক জয়ের সম্ভাবনা ভারতের ?
Look at the Indian players in the Paris Olympics today, India's chances of winning a medal today in any event?

The Truth Of Bengal: শুরু হয়েছে ‘দ্য গ্রেটেস্ট শো অন দ্য আর্থ’। জাঁকজমকপূর্ণ প্যারিস অলিম্পিকের উদ্বোধনী অনুষ্ঠানে নজর ছিল প্রত্যেকের। স্যেনের বুকে চড়ে ভারতীয় খেলোয়াড়দের গ্র্যান্ড এন্ট্রি ইতিমধ্যেই নজর কেড়েছে প্রত্যেকের। আর শনিবার ভারতের ঝুলিতে মেডেল আনার জন্য উদগ্রীব হয়ে উঠেছেন ভারতীয় খেলোয়াড়রা। শনিবার ভারতের নজরে থাকবে ১০ মিটার এয়ার রাইফেল শুটিং বিভাগে। অপরদিকে, শনিবার রোভার বালরাজ পানওয়ারের দিকে নজর থাকবে প্রত্যেকের।
ভারতীয় সময়ে ১২:৩০ থেকে শুরু হচ্ছে প্রতিযোগিতাগুলি। এছাড়া, ভারতের হকি দল সন্ধ্যায় নিউজিল্যান্ডের বিরুদ্ধে গ্রুপ-পর্যায়ের খেলায় তার প্রচার শুরু করবে যখন লক্ষ্য সেন, সাত্ত্বিকসাইরাজ রঙ্কিরেড্ডি-চিরাগ শেঠি এবং অশ্বিনী পোনপ্পা এবং তানিশা ক্র্যাস্টোর মহিলা ডাবলস জুটি ব্যাডমিন্টনে অ্যাকশনে থাকবে। শাটলারদের জন্য, এটা হবে গ্রুপ পর্বের প্রথম ম্যাচ। অপরদিকে, টেনিসে, অভিজ্ঞ রোহান বোপান্না শ্রীরাম বালাজির সাথে তার প্রচার শুরু করেন। ভারতীয় জুটি পুরুষদের ডাবলসের প্রথম রাউন্ডের শুরুতে একটি কঠিন কাজের মুখোমুখি হয় কারণ তারা স্থানীয় আশা এডুয়ার্ড রজার-ভ্যাসেলিন এবং ফ্রান্সের ফ্যাবিয়েন রেবুলের মুখোমুখি হয়। এদিকে, হরমিত দেশাই পুরুষদের একক টেবিল টেনিসে অ্যাকশনে থাকবেন। তবে, এখানেই থেমে থাকবেনা দর্শকদের উত্তেজনা।
পুরুষদের এবং মহিলাদের ১০ মিটার এয়ার পিস্তল ইভেন্টের জন্য যোগ্যতা পর্বের শুটিং-ও দেখা যাবে। এছাড়া, মনু ভাকের, ভারতের সবচেয়ে বড় পদক প্রত্যাশী, অ্যাকশনে থাকবেন। সব মিলিয়ে, প্যারিস অলিম্পিকের সূচনা লগ্ন থেকেই ভারতের ঝুলিতে পদক আনার স্বপ্ন দেখছেন ভারতীয় খেলোয়াড়রা।