হংকং ম্যাচে দর্শকাসনে মেসি, জল্পনা নিয়ে মুখ খুললেন LM10
LM10 opens up about Messi, speculation in Hong Kong match

The Truth of Bengal: মেসি মানেই গোলের পর গোল ও দলকে জেতানো। তবে হংকং একাদশের বিপক্ষে দেখা গেছে অন্য ছবি। মেসি সহ গোটা টিম আগেই পৌঁছে গিয়েছিল হংকং। তবে হংকং একাদশের বিরুদ্ধে খেলেননি মেসি। তিনি কেন খেললেন না তা নিয়ে দর্শকদের মধ্যে একটা প্রশ্ন তৈরি হয়েছিল। মেসি কে নিয়ে জল্পনা ছিল চোট আঘাতের জন্য তিনি খেলতে নাও পারেন। জল্পনা অনুযায়ী এবার তাকে মাঠে দেখা যায়নি। আর সেখানেই মন খারাপ মেসি সমর্থকদের। সে কারণে এবার মুখ খুললেন মেসি। হংকং ম্যাচে না খেলতে পারা তার কাছে দুর্ভাগ্যের কারণ তিনি চোট আঘাতে জর্জরিত এমনটাই জানিয়েছেন।
তার উরুতে চোট রয়েছে। তিনি এমআরআই করানোর পর জানতে পেরেছিলেন তার অ্যাডাক্টর পেশিতে ফোলা রয়েছে। তিনি খেলতে পারেননি। তবে হংকংয়ে পৌঁছে বিধ্বংসী মেজাজে খেলে মেসির সতীর্থরা। এবং জিতেছে তারা। এই ম্যাচে মেসির পাশিপাশি দেখা যায়নি সুয়ারেজকে। গোলের পর গোল করে মেসি-সুয়ারেজবিহীন মায়ামি হংকং একাদশকে হারিয়েছে ৪-১ গোলে। খেলতে না পারার কারণে মায়ামির কোচ তিনিও দর্শকদের কাছে রীতিমতো ক্ষমা চেয়েছিলেন।
মার্টিনো বলেছিলেন , লিও ও সুয়ারেজ না খেলায় ভক্তরা খুব হতাশ হয়েছেন। আমরা এটাও বুঝি অনেক দর্শক খুব বেশি হতাশ হয়েছেন, আমি তাঁদের কাছে ক্ষমা চাইছি। এদিকে মেসি দর্শকদেরকে আরও বলেছেন তিনি আগের থেকে একটু ভালো অনুভব করছেন অনুশীলন এবার তিনি শুরু করবেন। হংকং যাত্রা করার আগে মেসির দল এর আগের ম্যাচে আধ ডজন গোল হজম করতে হয়েছিল মায়ামিকে। মেসিকে দেখা গিয়েছিল কিন্তু শেষ মুহূর্তে নেমে দলকে আর জেতাতে পারেনি আগের ম্যাচে। তবে এই ম্যাচে মেসি দর্শকের ভূমিকাতেই ছিলেন। আর এবার তিনি এবিষয়ে মুখ খুললেন।