খেলা

নটিংহ্যামের কাছে হার লিভারপুলের

Liverpool lost to Nottingham

Truth Of Bengal : ইংলিশ প্রিমিয়ার লিগে ঘরের মাঠে মর্মান্তিক হারের মুখে পড়েছে লিভারপুল। এই মরসুমে অপরাজিত, সালাহ এবং তার দল নটিংহ্যাম ফরেস্টের বিপক্ষে ৫৫ বছর পর হারতে হয়। নটিংহ্যাম ফরেস্ট ১৯৬৯ সালের পর প্রথমবারের মতো অ্যানফিল্ডে জিতেছে। ৭২তম মিনিটে নটিংহ্যামের হয়ে জয়সূচক গোলটি করেন হাডসন ওডোই। ডান উইং থেকে অ্যান্থনি এলাঙ্গার লম্বা বলে পাউন্স করেন ওডোই। ওডোই বক্সের ঠিক বাইরে থেকে নেওয়া ডান পায়ের শটে অ্যালিসন বেকারকে পাশ কাটিয়ে জালে জড়ান।

লিভারপুল তারপর লড়াইয়ে ফেরার সেরা চেষ্টা করেছিল, কিন্তু মাত্র একটি গোল দূরে ছিল। শেষ মুহূর্ত পর্যন্ত লিভারপুলের গোলে ফেরার চেষ্টাকে রুখে দেয় নটিংহ্যাম। নটিংহ্যাম ফরেস্টের বিরুদ্ধে ৭০ শতাংশ বল পজিশন রেখেছিল লিভারপুল। স দিয়াজের একটি শট পোস্টে লেগে ফিরে আসে। সালাহের তৈরি করে দেওয়া গোলের সহজ সুযোগও কাজে লাগাতে পারেননি লিভারপুল ফুটবলারেরা। নতুন কোচ আর্নে স্লটের অধীনে এটি ছিল ক্লাবের প্রথম পরাজয়। অন্য ম্যাচে ব্রেন্টফোর্ডকে ২-১ গোলে হারিয়ে জয়ের ধারা অব্যাহত রেখেছে ম্যানচেস্টার সিটি। গোল মেশিন হল্যান্ড এই ম্যাচেও দুটো গোল করেন। ১৯ মিনিটে গোল করেন নরওয়েজিয়ান। এই নিয়ে চার ম্যাচে নয়টি গোল করলেন তারকা। টানা দুই হারের পর ইংলিশ প্রিমিয়ার লিগে জয়ের পথে ফিরেছে ম্যানচেস্টার ইউনাইটেড।

Related Articles