
Truth Of Bengal: আগামী অক্টোবর মাসেই ভারতে আসছেন আর্জেন্টাইন ভারত সফরে আসছে আর্জেন্টিনা দল। এবং সেই দলের সঙ্গে ওই সফরে থাকছেন লিওনেল মেসি। দক্ষিণ ভারতের কেরলে একটি প্রদর্শনী ম্যাচ খেলার জন্যই ভারতে আসছে স্কালোনির দল। বুধবার এই খবর যৌথভাবে জানালেন আর্জেন্টিনা ফুটবল অ্যাসোসিয়েশন ও ম্যাচের স্পনসর এইচএসবিসি কর্তারা। তবে কবে ম্যাচটি অনুষ্ঠিত হবে সেই তারিখ এখনও নির্ধারিত হয়নি।
Messi in India!
Football fans in India will have another glimpse of Lionel Messi and his Argentine team in an exhibition match in Kerala in October, 14 years after the World Cup-winning captain first visited the country.
Details: https://t.co/x0bGHklrbH | #Messi #football pic.twitter.com/Q4qm6WgEbb
— Sportstar (@sportstarweb) March 26, 2025
উল্লেখ্য, আর্জেন্টিনার বর্তমান অধিনায়ক ভারতে এসেছিলেন আজ থেকে ঠিক ১৪ বছর আগে। অর্থ্যাৎ ২০১১ সালের সেপ্টেম্বর মাসে যুবভারতী ক্রীড়াঙ্গনে আয়োজিত এক প্রদর্শনী ম্যাচে মাঠে নেমেছিলেন লিও। সেই ম্যাচে লিওর দল জয় পেয়েছিল ১-০ গোলের ব্যবধানে।
মেসির ভারতে আসা প্রসঙ্গে এইচএসবিসি-র পক্ষ থেকে সন্দীপ বাত্রা সাংবাদিকদের জানান, ‘ফুটবল বিশ্বের অন্যতম সেরা দলের সঙ্গে যোগদান করতে পেরে আমরা অভিভূত। যা আর্জেন্টিনার সকল ভক্তদের জন্যও বাড়তি পাওনা। আমরা আশাকরি ২০২৬-র বিশ্বকাপের মঞ্চে সাফল্য পাওয়ার জন্য মেসিদের একইরকমভাবে সমর্থন করবেন তাঁদের সমর্থকরা।’
আর্জেন্টিনার ফুটবল ফেডারেশনের সভাপতি ক্লদিও ফ্যাবিয়ান তাপিয়া বলেন, ‘আমি মনে করি এই চুক্তির মাধ্যমেই আরও একটা মাইলস্টোন জয় করল আমাদের দেশের ফুটবল ফেডারেশন। আমরা অত্যন্ত আনন্দিত সিঙ্গাপুর ও ভারতে একসঙ্গে কাজ করার সুযোগ পেয়ে। এর পাশাপাশি আমরা আর্জেন্টিনা জাতীয় দলের নতুন অংশীদার হিসাবে স্বাগত জানাই এইচএসবিসিকে।’