
The Truth of Bengal: চোটে ইউএস ওপেনের ফাইনালে খেলতে পারেননি লিওনেল মেসি। ক্লাবের ইতিহাসে দ্বিতীয় শিরোপা জয়ের খুব কাছে এসে খালি হাতে ফিরতে হয়েছে মিয়ামিকে। ম্যাচ শেষেও মেসিকে নিয়েই যত আলোচনা। চোট কতটা গুরুতর উঠেছে প্রশ্ন। সহকারী কোচ বলছেন, পরের ম্যাচে খেলবেন কিনা তা নিয়ে জল্পণা রয়েইছে । আর্জেন্টাইন অধিনায়ক ডান পায়ের পেছনের অংশে কিছুটা অস্বস্তিতে ভুগছেন। ঝুঁকি নিয়ে মাঠে নামালে চোট গুরুতর হয়ে উঠতে পারে।
সেজন্য অরল্যান্ডো সিটি এবং ইউএস ওপেন কাপের ফাইনালে দেখা যায়নি ৩৬ বছর বয়সী এই মহাতারকাকে।পরের ম্যাচ রয়েছে নিউইয়র্ক এফসির বিপক্ষে নামবে ইন্টার মিয়ামি। মেজর লিগ সকারের প্লে-অফ খেলা নিয়ে শঙ্কায় থাকা দলটির জন্য ম্যাচটি বেশ গুরুত্বপূর্ণ। এ মৌসুমে আর পাঁচটি ম্যাচ বাকি আছে মিয়ামির।সাতবারের ব্যালন ডি’অর জয়ী পুরো মরসুম থেকে ছিটকে যাচ্ছেন কিনা এমন প্রশ্ন অবশ্য কোচ টাটা মার্টিনো উড়িয়ে দিয়েছেন।
ইউএস ওপেনের ফাইনালের আগে জানিয়েছিলেন, পুরোপুরি সেরে না ওঠা পর্যন্ত মেসিকে নিয়ে কোনো ঝুঁকি নিতে চান না। তবে মৌসুম শেষ হওয়ার আগেই মেসিকে মিয়ামির জার্সিতে দেখা যাবে, জানিয়েছিলেন ৬০ বর্ষী আর্জেন্টাইন কোচ।মিয়ামির সহকারী কোচ জাভিয়ের মোরালেস জানিয়েছেন, ‘প্রতিদিনের মতোই মেসি অনুশীলনে নামছেন। তবে পরবর্তী ম্যাচে খেলবেন কিনা সেটি তার অবস্থা বিবেচনা করে ম্যাচের আগে সিদ্ধান্ত নেয়া হবে।
Free Access