প্রিমিয়ার লিগে ফিরল লেস্টার, লিডসের হারে প্রমোশন লেস্টারের
Leicester returned to the Premier League, promotion Leicester lost to Leeds

The Truth Of Bengal : শুক্রবার কুইন্স পার্ক রেঞ্জার্সের বিপক্ষে লিডস ইউনাইটেড ৪-০ গোলে অপ্রত্যাশিত ভাবে হেরে যায়। লিডস ইউনাইটেডের এই হারে লেস্টার সিটি প্রিমিয়ার লিগে নিজেদের প্রমোশন নিশ্চিত করছে। এই মূহুর্তে ফক্স’রা চ্যাম্পিয়নশিপের লড়াইয়ে ৯৪ পয়েন্ট নিয়ে শীর্ষে রয়েছে। তাঁদের হাতে এখনও দুটো ম্যাচ বাকি রয়েছে। যেখানে লিডসের আর একটি ম্যাচ বাকি আছে। বর্তমানে লিডস দ্বিতীয় স্থানে রয়েছে।
ইপসউইচ টাউন, বর্তমানে ৮৯ পয়েন্ট নিয়ে তৃতীয় স্থানে রয়েছে। তাঁদের হাতে রয়েছে তিনটি রয়েছে। দ্বিতীয় ডিরেক্ট প্রমোশনের স্পটের লড়াইয়ে লিডসকে ছাড়িয়ে যাওয়ার সুযোগ রয়েছে ইপসউইচ টাউনের কাছে।
লিডস ম্যানেজার ড্যানিয়েল ফার্ক পরিস্থিতি স্বীকার করে নিয়ে বলেছেন, যে ডিরেক্ট প্রমোশন স্পট তাদের হাতে নেই, এ বিষয়ে তাদের সৎ থাকতে হবে। তবে ড্যানিয়েল ফার্ক আশাবাদী, তাঁর মতে দৌড় এখন শেষ হয়নি, ইপসউইচকে নিজেদের পরের দুটি ম্যাচ জিততে হবে। যদি তাঁরা জয় পায় তাহলে অভিনন্দন জানাবেন বলে মন্তব্য করেন ফার্ক। তবে হেরে গেলে লিডসের অনেকটা খেলাই বাকি থাকবে সাউথহ্যাম্পটনের বিরুদ্ধে মরশুমের শেষ ম্যাচে।
গত বছর প্রিমিয়ার লিগ থেকে রেলিগেশন হয়ে যাওয়ার পরের মরশুমেই আবার চ্যাম্পিয়নশিপ থেকে প্রিমিয়ার লিগে প্রমোশন পেতে চলেছে। তাঁরা ৪মে ব্ল্যাকবার্নের বিপক্ষে ঘরের মাঠে তাঁদের মরশুম শেষ করার আগে সোমবার প্রেস্টনের মুখোমুখি হবে। শনিবার হালের বিপক্ষে এবং ইপসউচের ফলাফল এবং মঙ্গলবার কভেন্ট্রি বিরুদ্ধে খেলায় লিডসের ভাগ্য নির্ধারন করছে। ইপসউচ উভয় ম্যাচ জিতলে, লিডস সরাসরি প্রমোশনের স্লট হারাবে।