
The Truth of Bengal: রাজনীতি নয় এবার আইপিএল । আইপিএল নিয়ে ভাবছেন ললিত মোদী। তার হাত ধরেই যাত্রা শুরু আইপিএলের । ২০০৮ সালে সারা বিশ্বকে চমকে দিয়ে ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ চালু করেছিলেন ভারতীয় ক্রিকেট বোর্ডের এই কর্তা। দেশ ছাড়িয়ে বিদেশেও আইপিএলের বিষয় পৌঁছে গেছে । সম্প্রতি আইপিএলে বড় অঙ্কের বিনিয়োগের প্রস্তাব দিয়েছে সৌদি আরব। সম্প্রতি আইপিএলে বড় বিনিয়োগের প্রস্তাব দিয়েছেন সৌদির ক্রাউন প্রিন্স মহম্মদ বিন সলমনের উপদেষ্টারা। আইপিএলকে ৩০ বিলিয়ন মার্কিন ডলারের হোল্ডিং কোম্পানিতে পরিণত করার প্রস্তাব দিয়েছেন তিনি। তাতে একটা বড় অংশের শেয়ার থাকবে সৌদি আরবের।
তার মাঝেই তিনি জানিয়েছেন , বোর্ডের কোনও কর্তা বা আধিকারিকের সঙ্গে দীর্ঘ ১৫ বছর আমার কথা হয়নি। আমি বললেই কিছু এসে-যাবে না। কিন্তু আমি যদি এখন বোর্ডে থাকতাম তা হলে আইপিএলের পাশাপাশি একটা দ্বিতীয় সারির লিগ চালু করতাম। ক্ষমতায় থাকলে আইপিএল নিয়ে বেশ কিছু বিষয় তিনি চালু করতেন বলেই জানিয়েছেন । বিনিয়োগ নিয়েই বা তাঁর ভাবনা কী? এই সব কিছুই নিয়েই মুখ খুলেছেন ললিত মোদী।চলতি বছর দুবাইয়ে হতে চলেছে আইপিএলের নিলাম। তবে আইপিএলে সৌদির বিনিয়োগ নিয়ে এখনও সরকারি ভাবে কোনও ঘোষণা হয়নি। ভারতীয় ক্রিকেট বোর্ডের এই পদক্ষেপকে স্বাগত জানিয়ে আরও কয়েকটি পরামর্শ দিয়েছেন ললিত।
উল্লেখ্য , বিশ্বকাপের মাঝেই আইপিএল নিয়ে ভাবনা বিসিসিআই এর । সরকারি ঘোষণা না হলেও আইপিএল ২০২৪-র নিলামের আসর এবার বসবে দেশের বাইরে । তার পাশাপাশি এবার আইপিএলে মোটা অংকের বিনিয়োগ করতে চায় সৌদি আরব । ২০৩৪ বিশ্বকাপ ফুটবল আয়োজনের স্বত্ব লাভের পর সৌদি আরব এখন ক্রিকেটের প্রতি নজর দিতে শুরু করেছে। আন্তর্জাতিক ক্রিকেটের সবচেয়ে লাভজনক ইভেন্ট ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ বা আইপিএলের বহুবিলিয়ন ডলারের শেয়ার কিনতে আগ্রহ প্রকাশ করেছে । আইপিএলকে ৫০০ কোটি ডলার বিনিয়োগে আগ্রহ দেখিয়েছেন সৌদির ক্রাউন প্রিন্স। বিদেশী সংস্থার আইপিএলে এই বিনিয়োগ যাকে স্বাগত জানিয়েছেন ললিত মোদী।
Free Access