খেলা

আবেগ নয় ব্লু টাইগার্সদের গর্জনের কাছে মাথা নত করবে কুয়েত

Kuwait will bow to the roar of the Blue Tigers, not emotion

The Truth Of Bengal :  আবেগ না আক্রমণ ? যুবভারতীর চিত্রটা কী হতে চলেছে আজ রাতে ! কারণ আজ যে শেষ ম্যাচ সুনীলের । ব্লু টাইগার্স দের গর্জনে কি স্তব্ধ হবে বিপক্ষ কুয়েত । শেষ ম্যাচে জয়ী হবেন সুনীলরা ? সুনীল জানিয়েছেন আবেগের কোনো জায়গা নেই । তিনি আবেগকে দূরে সরিয়ে দলের জন্য অপ্রতিরোধ্য হয়ে উঠবেন বলেই জানিয়েছেন । কুয়েতের বিরুদ্ধে জয়ী হওয়ার জন্য আপ্রাণ চেষ্টা চালাবেন সুনীল। না শুধু একা সুনীল নয় গোটা টিম চাইবে কুয়েতকে হারিয়ে জয়লাভ করতে।  আর সেই জয়লাভের ফলে সুনীল কে জানানো হবে উপযুক্ত সম্মান – এই ভাবনাতেই রয়েছে ভারতীয় ফুটবল টিমের বাকি সদস্যরা। সুনীলের শেষ ম্যাচটা দেখার জন্য তৈরি সুনীল সমর্থকেরা। কলকাতার তাপমাত্রা এখন যথেষ্ট বেশি । সেই তাপমাত্রাকেও আরো কয়েকগুণ বাড়িয়ে দিতে চলেছেন সমর্থকেরা। স্টেডিয়াম থেকে দর্শকেরা গলা ফাটাবেন ব্লু টাইগার্সদেরকে আরো উদ্বুদ্ধ করার জন্য । অপর দিকে মাঠে দেখা যাবে সুনীলদের আক্রমণ ।

স্টেডিয়ামে গিয়ে যারা ম্যাচ দেখতে পাবেন না তারাও শেষ ম্যাচের সাক্ষী হতে চলেছেন। খেলা দেখা যাবে সরাসরি স্পোর্টস 18 চ্যানেলে সন্ধ্যে  সাতটা থেকে। তার পথ চলা শুরু হয়েছিল কলকাতা থেকে । সেই কলকাতাতেই যাত্রা শেষ করতে চলেছেন সুনীল ছেত্রী। এর আগে ১৬ ই মে সকালে দেশবাসীকে কাঁদিয়েছেন সুনীল । ঘোষণা করেছিলেন অবসর নেওয়ার কথা । গুয়াহাটির ব্যর্থতাকে সঙ্গে করে নিয়েই কলকাতায় যুবভারতীতে ৬ মে আজ শেষ ম্যাচ খেলতে নামবে  ভারতীয় ফুটবল টিম। টিম  চাইছে এই ম্যাচে জয়লাভ করতে। তার নেপথ্যে বেশকিছু কারণ থাকলেও বিশেষ কারণ সুনীল ছেত্রীর এটি শেষ ম্যাচ ফলত  জয় লাভ করে হাসিমুখে ভারতীয় জার্সিতে পথচলা শেষ করতে চাইছেন  সুনীল । এই মুহূর্তে ইমোশনটাকে একদম গুরুত্ব দিতে নারাজ তিনি দলকে তথা  দেশকে তৃতীয় রাউন্ডে তোলার চেষ্টা করছেন। আজ ৬২ হাজার দর্শকের গর্জন বাড়তি প্রেরণা যোগাবে সুনীলদেরকে ।

Related Articles