খেলা

প্রাক্তন মুখ্যমন্ত্রীর প্রয়াণে শোকজ্ঞাপন কুম্বলের

Kumble condoles the demise of former Chief Minister

Truth Of Bengal: কর্ণাটকের প্রাক্তন মুখ্যমন্ত্রী ও দেশের প্রাক্তন বিদেশমন্ত্রী এসএম কৃষ্ণ প্রয়াত হয়েছেন মঙ্গলবার। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৯২ বছর। প্রাক্তন মুখ্যমন্ত্রীর প্রয়াণে শোকজ্ঞাপন করলেন প্রাক্তন জাতীয় ক্রিকেটার অনিল কুম্বলে।

প্রয়াত মুখ্যমন্ত্রীর প্রতি শোকজ্ঞাপন করতে গিয়ে সাংবাদিকদের প্রাক্তন জাতীয় ক্রিকেটার বলেন, এমএস কৃষ্ণের আকস্মিক প্রয়াণে আমি গভীরভাবে শোকাহত। একজন মুখ্যমন্ত্রী হিসেবে রাজ্যের প্রভূত উন্নতির ক্ষেত্রে তাঁর অবদান বিশেষ উল্লেখযোগ্য। বর্তমানে বেঙ্গালুরু যে সিলিকন ভ্যালি হয়ে উঠেছে তার মূল কারিগরই ছিলেন কৃষ্ণ। তাঁর অকাল প্রয়াণে রাজ্যের অভূতপূর্ব ক্ষতি হল। রাজ্যের উন্নতির জন্য কৃষ্ণর সর্বদা প্রচেষ্টা ছিল, তা কর্ণাটকের মানুষ বহুদিন মনে রাখবেন।

প্রসঙ্গত, কৃষ্ণ দীর্ঘদিন ধরেই অসুস্থ ছিলেন। গত আগস্ট মাসে তিনি চিকিৎসার জন্য হাসপাতালেও ভর্তি হয়েছিলেন। তারপর অবশ্য সেখান থেকে কিছুটা সুস্থ হওয়ার পর আবার ফিরেও আসেন নিজের বাড়িতে।

উল্লেখ্য, এমএস কৃষ্ণ ১৯৯৯ সাল থেকে ২০০৪ পর্যন্ত কর্ণাটকের মুখ্যমন্ত্রীর গুরু দায়িত্ব পালন করেছিলেন তিনি। তারপর ২০১২ সালে দ্বিতীয় ইউপিএ সরকারের আমলে বিদেশমন্ত্রীও হয়েছিলেন।

বর্ষীয়াণ এই নেতার প্রয়াণে অনিল কুম্বলের পাশাপাশি শোকজ্ঞাপন করেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি থেকে শুরু করে কর্ণাটকের মুখ্যমন্ত্রী সিদ্দারামিয়া এবং উপ মুখ্যমন্ত্রী ডি কে শিবকুমারও।