খেলা

খেলা শেষের আগেই কাসোভা মাঠ ছাড়ায়, জয়ী রোমানিয়া

Kosovo leaves the field before the end of the game, Romania wins

Truth of Bengal: উয়েফা নেশন কাপে গত ১৬ নভেম্বর রোমানিয়ার মুখোমুখি হয়েছিল কাসোভা। সেই ম্যাচে খেলা শেষ হওয়ার আগেই মাঠ ছেড়েছিলেন কাসোভার ফুটবলাররা। তার ফলেই জয়ী দল হিসেবে ঘোষণা করা হল রোমানিয়াকে।

প্রসঙ্গত, ওই ম্যাচে অতিরিক্ত সময়ের খেলা চলছিল। সেই সময় রোমানিয়ার সমর্থকদের বর্ণবৈষম্যমূলক আচরণে ধৈর্য হারিয়ে মাঠ ছাড়েন কাসোভার ফুটবলাররা। এর ফলেই রোমানিয়াকে ৩-০ ব্যবধানে জয়ী ঘোষণা করে উয়েফা। রোমানিয়ার বিরুদ্ধে কাসোভার ফুটবলাররা বর্ণবৈষম্যমূলক যে আচরণের অভিযোগ তুলেছেন, তা পুরোপুরি অস্বীকার করেছে রোমানিয়া।

উয়েফা শুধু কাসোভাকেই শাস্তি দিয়ে ক্ষান্ত থাকেনি। শাস্তির কবলে পড়েছে রোমানিয়াও। সংবাদমাধ্যম সূত্রে খবর,  মাঠে তাদের সমর্থকদের এমন আচরণের জেরে রোমানিয়ার ফুটবল ফেডারেশনেক ১লক্ষ ২৮ হাজার ইউরো জরিমানা করা হয়েছে উয়েফার তরফ থেকে।

এছাড়া রোমানিয়া ফুটবল ফেডারেশনকে উয়েফার তরফ থেকে নির্দেশ দেওয়া হয়েছে যে পরের ম্যাচে তাদের ঘরের মাঠে দর্শকাশূন্য স্টেডিয়ামে খেলতে হবে।ম্যাচে পুরো পয়েন্ট কেটে নেওয়ার পাশাপাশি, উয়েফা অর্থেরও জরিমানা করেছে কাসোভার ফুটবল ফেডারেশনকে। ৬ লক্ষ ইউরো জরিমানা করা হয়েছে তাদের।

Related Articles