খেলা

সাহসিনীদের পাশে দাঁড়ানোর উদ্যোগ কলকাতা নাইট রাইডার্স কর্তৃপক্ষের

Kolkata Knight Riders authorities take initiative to stand by the brave women

Truth Of Bengal: আমাদের দেশে সর্বক্ষেত্রে প্রতিভাবান খেলোয়াড়দের অভাব নেই। পুরুষদের পাশাপাশি এবার তালিকায় দারুণভাবে উঠে আসছেন মহিলারাও। ভারতের প্রত্যন্ত গ্রামের মহিলা কন্যারা এখন শুধু আর পারিবারিক কাজের মধ্যে আবদ্ধ থাকেন না। খেলোধুলোর প্রতিও তাঁদের আগ্রহ বেড়েছে বহু গুণে। সাম্প্রতিক সময়ে বহু রিপোর্টের মাধ্যমেই উঠে এসেছে এমন তথ্য।

সম্প্রতি কলকাতা নাইট রাইডার্স এক অভিনব উদ্যোগ গ্রহণ করেছে। গ্রামের প্রত্যন্ত অঞ্চলের প্রতিভাবান খেলোয়াড়দের পাশে দাঁড়িয়ে তাঁদের প্রতিভাকে বিকশিত করার পরিকল্পনা নিয়েছেন নাইট টিম ম্যানেজমেন্ট। যেখান দেখা যাচ্ছে আর্থিক প্রতিবন্ধকতার পাশাপাশি সমাজের সমস্ত প্রতিবন্ধকতাকে দূরে সরিয়ে মহিলা খেলোয়াড়রা ক্রীড়াক্ষেত্রে সাফল্য পাওয়ার চেষ্টা করে যাচ্ছেন অবিরত তাঁদের পাশে এবার থেকে দাঁড়াবে নাইট রাইডার্স। এই পরিকল্পনার নাম দেওয়া হয়েছে সাহসিনী রানি। অভিনব উদ্যোগ। যার মাধ্যমেই বিকশিত হতে পারে অনেক প্রতিভাবান কুঁড়ি। নাইটদের এই পরিকল্পনার ফল আগামী দিনে পাবে ভারতীয় মহিলা ক্রিকেট দল। উপকৃত হবে আমাদের দেশের ক্রিকেট।

Related Articles