IPL 2025খেলা

দিল্লি দলে যোগ দিলেন কেএল রাহুল

KL Rahul joins Delhi Capitals

Truth Of Bengal: গত ২৪ মার্চ কেএল রাহুলের স্ত্রী আথাইয়া এক কন্যা সন্তানের জন্ম দেন। সেই কারণেই লখনউয়ের বিরুদ্ধে ম্যাচে দলের হয়ে খেলতে পারেননি রাহুল। রবিবার আইপিএল-র আবার মাঠে নামবে দিল্লি ক্যাপিটালস। সেই ম্যাচে রাজধানীর দলটির প্রতিপক্ষ হচ্ছে সানরাইজার্স হায়দরাবাদ। বিশখাপত্তনমে এই ম্যাচ অনুষ্ঠিত হবে। প্যাট কামিন্স-মহম্মদ শামিদের দলের বিপক্ষে মাঠে নামার আগে দিল্লি দলে সু-খবর। দলের সঙ্গে যোগ দিয়েছেন উইকেটরক্ষক ও ব্যাটার কেএল রাহুল।

এদিকে প্রথম কন্যা সন্তানের পিতা হওয়ার জন্য রাহুলকে সোশ্যাল মিডিয়ার মাধ্যমে এক ভিডিও বার্তায় শুভেচ্ছা জানিয়েছে দিল্লি দলের পক্ষ থেকে। সেই ভিডিওতে দেখা যাচ্ছে দিল্লির সাপোর্টাররা তাঁকে ব্যাট ও টুপি তুলে দিচ্ছেন। এবং তারপর দলে পতাকাও গায়ে চড়িয়ে দেওয়া হয় রাহুলের। তারপরই রাহুলের বার্তা, ‘আমি বাড়িতে আছি।’

এরপর জাতীয় দলের বর্তমান এই নির্ভরযোগ্য ডিপেন্ডবল জানান, ‘এটা আমার জন্য একটা নতুন অভিজ্ঞতা। আইপিএল-র আসরে এটা আমার চতুর্থ বা পঞ্চম ফ্র্যাঞ্চাইজি দল। প্রতিটা নতুন দলে যোগদান করা মানেই একটা অনিশ্চয়তা কাজ করে। খেলোয়াড়রা কীভাবে খেলবেন, এবং ম্যানেজমেন্ট কীভাবে কাজ করবেন, ভক্তরা কীভাবে খেলোয়াড়দের স্বাগত জানাবেন সব কিছু নিয়েই একটা টেনসন থাকে।

কিন্তু দিল্লি দলে যোগ দিয়ে যোগ দিয়ে খুব কাছ থেকে দেখে বোঝা গেল, এই দলটাতে এইসব ব্যাপার নেই। দলে যেমন সিনিয়র খেলোয়াড়রা আছেন, তেমনি আছে বেশ কিছু জুনিয়র খেলোয়াড়। আমার সতীর্থ হিসাবে আছেন কুলদীপ যাদব, অক্ষর প্যাটেল এবং মিচেল স্টার্ক। যাঁদের সঙ্গে মিলে আমরা একটা ভাল কিছুর প্রত্যাশা করতেই পারি।’

Related Articles