
The Truth of Bengal: জ্যাভলিনের কথা এলেই ভারতবাসীর মনে একজনের ই নাম আসে । তিনি নীরজ চোপড়া । তার দাপট ভারত দেখেছে । তবে কিশোর জেনা তিনিও স্বাক্ষর রেখেছেন । কিশোর এশিয়ান গেমসে রুপো জিতেছেন । জ্যাভলিনে ভারতের জয়জয়কার হয়েছে । বিশ্ব অ্যাথলেটিক্স চ্যাম্পিয়নশিপের মঞ্চে ভারতের জ্যাভলিন থ্রোয়ারদের জয়জয়কার। নীরজ চোপড়া তো সোনার ইতিহাস গড়েছেনই, কিশোর জেনা, ডিপি মনুরা তাঁদের পারফরম্যান্সে আশার আলো দেখিয়েছেন।
ভারতের জ্যাভলিন থ্রোয়ে নীরজ চোপড়া শুধু একা নাম নন। ডিপি মনু, কিশোর জেনারা বিশ্ব অ্যাথলেটিক্স চ্যাম্পিয়নশিপের মঞ্চ থেকে তাঁদের অস্তিত্বের জানান দিয়েছেন। সেই কিশোর জেনার এবার লক্ষ্য অলিম্পিক । সেকারণে করছেন পরিশ্রম । মাঝে যদিও তিনি ভেবেছিলেন জ্যাভলিন ছেড়ে দেবেন । তা অবশ্য হয়নি । এখন একটাই লক্ষ্য ; পাখির চোখ অলিম্পিক। জিততেই হবে যে তাকে । ওড়িশার পুরী জেলার কোথাসাহি গ্রামের এক কৃষক পরিবারের ছেলে কিশোর জেনা। যদিও ভলিবল প্লেয়ার হিসেবে জার্নি শুরু করেছিলেন।
২০১৫ সাল থেকে হাতে তুলে নেন জ্যাভলিন। তার পর থেকেই চলছে এপথ । অনেক দারিদ্র্যতার সম্মুখীন হয়েছেন তিনি । পরিবার অভাব অনটনের মধ্যএ বেড়ে ওঠা কিশোরের এখন ধ্যান জ্ঞান একটাই । জ্যাভলিন । তা ছাড়া কিছুই ভাবতে পারেননা কিশোর । কিশোর এর আগে বলছেন, তার যে পারফরম্যান্স তার নেপথ্যে রয়েছেন নীরজ। তিনিই অনুপ্রেরণা জুগিয়েছেন, আত্মবিশ্বাস বাড়িয়েছেন প্রতিনিয়ত। থ্রোয়ের মাঝে নীরজের সঙ্গে কথা বলতেন জেনা। অলিম্পিকে সোনা জয়ী ওডিশার অ্যাথলিটকে উৎসাহ দিয়ে গিয়েছেন প্রতিনিয়ত।
Free Access