বয়স ৫৮, তাতে কি, এখনও ফুটবল খেলতে চান কাজুইউশি
Kazuyoshi is 58, so what, he still wants to play football

Truth of Bengal: প্রতিবছরই তাঁর বয়স বাড়ে। কিন্তু তাতে কি, এটাই তো নিয়ম। তা বলে কি থেমে থাকতে হবে? না এই নীতিতে তিনি বিশ্বাসী নন। খুব শীঘ্রই ৫৭-র বাঁধা অতিক্রম করে ৫৮-এ পদাপর্ণ করবেন জাপানের ফুটবলার কাজুইউশি মিউরা। আর এই বয়সেও তিনি দমে থাকতে চান না। মাঠে নেমে ফুটবল খেলেন।
সংবাদমাধ্যম সূত্রে খবর, জাপানের চতুর্থ ডিভিশনের ক্লাবের হয়ে আগামী বছরও ফুটবল পায়ে মাঠে নামতে চান কাজুইউশি। সেই কারণে অনুশীলনও করেন নিয়মিত। সত্যিই যদি আগামী বছরও ফুটবল পায়ে কাজুইউশিকে দেখা যায়, তা হলে তা হবে নতুন নজির। কেননা, যেখানে ফুটবলারদের বয়স ৩০ পার হতেই তাঁদের বুড়ো বলে আখ্যা দেওয়া হয়, সেখানে কাজুইউশি হবে বিশ্বের সবচেয়ে বেশি খেলোয়াড়। উল্লেখ্য, ৩৯ বছর পেরোনো লিওনেল মেসি, কিংবা ৩৭ পেরোনো সিআর সেভেনের অবসর নিয়ে যেখানে গুঞ্জন শোনা যায়, সেখানে কাজুইউশি-র এই ফুটবলের প্রতি ভালবাসা ফুটবলারদের কাছে বাড়তি ইউএসপি।
জাপানের এই ফুটবলারটি বল পায়ে নিয়েছিলেন ১৯৮২ সালে। মাত্র চার বছর বাদেই পেশাদার ফুটবলে প্রবেশ। শুধু জাপানেই নয়, ইতালি, ব্রাজিল, ক্রোয়েশিয়া, অস্ট্রেলিয়া ও পর্তুগালের মতো দেশের বিভিন্ন ক্লাবেও। ব্রাজিলের সেন্টোস ক্লাবে খেলার অভিজ্ঞতাও রয়েছে তাঁর। দেশের হয়েও তাঁর খেলার অভিজ্ঞতা রয়েছে। দেশের জার্সিতে ৮৯টি ম্যাচে ৫৫টি গোল করেছেন তিনি।
এ হেন কাজুইউশি তাঁর দীর্ঘ ফুটবল ক্যারিয়ারে অনেক কিছুই দেখেছেনন। কত জন এলেন, কত রেকর্ড গড়লেন, আবার অনেকে প্রতিভা থাকা সত্ত্বেও হারিয়ে গেলেন চিরতরে। কিন্তু কাজুইউশি এখনও আঁকড়ে ধরে আছেন ফুটবলকে। তাঁর একটাই কারণ, গোলাকার এই বস্তুটির প্রতি অন্তরঙ্গ ভালবাসা ও শ্রদ্ধা। জাপানের ফুটবল মহলের অতি পরিচিত কাজুইউশি। নিজের দেশের ফুটবলপ্রেমীরা তাঁকে ডাকেন কিং কাজু বলে। সেই কিং কাজুই একবার সংবাদ মাধ্যমের কাছে নিজের ইচ্ছা প্রকাশ করতে গিয়ে বলেছিলেন, তিনি ৬০ বছর অবধি ফুটবল খেলতে চান। এখন দেখার তাঁর মনের সেই বাসনা পূরণ হয় নাকি।