
The Truth of Bengal: ভারতের রেফারি বিতর্কে আগুন লেগেই রয়েছে তাই এবার এআইএফএফ-এর তরফে প্রেসিডেন্ট কল্যাণ চৌবে কলিনাকে দেশে নিয়ে আসার সিদ্ধান্ত নিয়েছেন। তিনি এসে দেশের রেফারীদেরকে ক্লাস নেবেন। ফেডারেশন এখন রেফারিদের মান উন্নয়ন করতে মরিয়া। সে কারণে দেশের বাছাই করার রেফারিদের কে ডাকা হয়েছে কলিনার ক্লাসে। পিয়েরলুইজি কলিনা বিরল কৃতিত্বের অধিকারী একজন রেফারি। রেফারিদের ঠিকমতো প্রশিক্ষণের জন্যই তাকে নির্বাচন করেছে কল্যাণ চৌবে। জানা গেছে কালিনা রাজি হয়েছেন ভারতে আসার জন্য।
এখনো দিনক্ষণ উল্লেখ না করলেও কল্যাণ যৌবে জানিয়েছেন জানুয়ারির তৃতীয় সপ্তাহে ভারতে আসতে পারেন। এর আগে আর্সেন ওয়েঙ্গারকেউ দেশে আনা হয়েছিল এ বার আসতে চলেছেন কলিনা যিনি রেফারীদের জন্য রূপরেখা তৈরি করে দেবেন । তাতে ভারতীয় ফুটবল উপকৃত হবে বলেই উল্লেখ করেছেন ফেডারেশন প্রধান। এই কলিনা ১৯৯৫ তে ফিফার রেফারি তালিকায় স্থান পান। কঠিন রোগের কারণে তার মাথায় চুল সব পড়ে যায় কিন্তু তিনি তার লক্ষ্যে অবিচল । তার বাঁশি বরাবরের হার না মানা ।
তিনি বোলোগনা বিশ্ববিদ্যালয় থেকে অর্থনীতিতে ডিগ্রিধারী প্রথম শ্রেণীর রেফারি হিসেবে কাজ করতে শুরু করেন। ভারতের ভালো মাপের ফুটবলার থাকলেও পরিকাঠামগত নানা রকম দুর্বলতার রয়েছে জানিয়ে বারবার সমস্যাও সামনে এসেছে সে কারণেই এবার নড়েচড়ে বসেছে সর্বভারতীয় ফুটবল ফেডারেশন। কলিনার অদ্ভুত চোখ ও দৃঢ় মনোভাব মুগ্ধ করেছে সকলকেই একাধিক গুরুত্বপূর্ণ হাইভোল্টেজ ম্যাচেরও পরিচালনা করেছেন তিনি , তার অভিজ্ঞতা দীর্ঘদিনের। পলক হীন বড় বড় চোখ কালিনার ব্যক্তিত্বের অন্যতম দিক বলে মনে করেন অনেকে । তিনি ভারতীয় রেফারিদের রূপরেখা তৈরি করে দিলে ফুটবলের উন্নতি হবে বলেই মত কল্যাণ চৌবের ।