দিয়াগো মৃত্যু মামলা থেকে নিজেকে সরিয়ে নিলেন বিচারক
Judge recuses himself from Diego death case

Truth Of Bengal: পাঁচ বছর অতিক্রান্ত হল দিয়াগো মারাদোনা পরলোকে গমন করেছেন। কিন্তু সত্যিই কি চিকিৎসায় গাফিলতিতে কিংবদন্তী ফুটবলারের মৃত্যু হয়েছিল? সেই ঘটনার সত্যতা এখনও জানা যায়নি। তবে মারাদোনার পরিবারের পক্ষ থেকে তাঁর কন্যা জিয়ান্নিনা চিকিৎসায় গাফিলতির অভিযোগ এনেই আদালতের দ্বারস্থ হয়েছিলেন।
ইতিমধ্যে এই মামলায় অভিযুক্ত ৮ চিকিৎসকের মধ্যে ৭ জনের বিরুদ্ধে আদালতে মামলা চলছে। কিন্তু এরই মাঝে মারাদোনার মৃত্যু মামলা নতুন মোড় নিল। বিচার পক্রিয়া থেকে নিজেকে সরিয়ে নিলেন বিচারক হুলিয়েতা মাকিনটাচ। যাঁকে আর্জেন্টিনার বিচার বিভাগের ‘ঈশ্বর’ বলে মনে করা হয়।
‘ডিভাইন জাস্টিস’ নামে এক মিনি সিরিজ প্রকাশ্যে আসার পরেই তাঁর বিরুদ্ধে ঘুষ নেওয়ার অভিযোগ উঠেছিল। প্রসঙ্গত ওই সিরিজে দিয়াগোর মৃত্যুর দিনগুলো তুলে ধরা হয়েছে। মিনি সিরিজটি তৈরি করতে গিয়ে কয়েক মাসব্যাপী এই বিচারকাজ ক্যামেরার সামনে তুলে ধরা হয়েছে। এবং এই কাজ আইন বিরুদ্ধ কাজ বলেই অনেকে মনে করছেন। সেই সিরিজের ট্রেলার আদালতে দেখানো হলে বাগবিতণ্ডার এক পর্যায়ে পৌঁছয়। এবং মামলার সঙ্গে যুক্ত থাকা এক কৌঁসুলি প্যাট্রিসিও ফেরারি অভিযোগ করেন, ‘মানিকটাচ বিচারকের মত আচরণ না করে অভিনেত্রীর মতো আচরণ করছেন।’
এদিকে মানিকটাচ সরে দাঁড়ানোর ফলে এই বিচারকাজ নিয়ে একটা আশঙ্কা তৈরি হয়েছে সকলের মনে। তাঁদের সন্দেহ এর ফলে বিচারকাজ সুষ্ঠুভাবে সম্পন্ন হবে কি না তা নিয়েও সন্দেহ দেখছেন অনেকেই।