খেলা

টেনিস কোর্টে নজির গড়লেন জোকার, পিছনে ফেললেন ফেডেরারকে

Joker sets a precedent on the tennis court, leaving Federer behind

Truth Of Bengal: মায়ামি ওপেনে নজির গড়লেন সার্বিয়ান টেনিস তারকা নোভাক জকোভিচ। ৩৭ বছর বয়সে এটিপি মাস্টার্স ১০০০ ওপেনের শেষে চারে জায়গা করে নিলেন জোকার। এই নজির গড়ার সঙ্গে সঙ্গেই জোকার পিছনে ফেলে দিলেন রজার ফেডেরারকে। ২০১৯ সালে জোকার ৩৭ বছর সাত মাস বয়সে ফেডেরার ইন্ডিয়ান ওয়েলস ও মায়ামি ওপেনের সেমিফাইনালে উঠেছিলেন।

বৃ়হস্পতিবার রাতে এই টুর্নামেন্টের কোয়ার্টার ফাইনালে জোকার আমেরিকার টেনিস তারকা সেবাস্তিয়ান কোর্দাকে। ম্যাচের ফল ৬-৩, ৭-৬। ম্যাচ জিতে জোকারের সেলিব্রেশন নজর কেড়েছে সকলের। কোর্টের মধ্যে তাঁর চিৎকার দেখে হতবাক হয়ে পড়েন সকলেই। এমনকি তাঁর কোচ অ্যান্ডি মারেও জোকারকে সামলে রাখতে ব্যর্থ হন।

ম্যাচ জিতে সাংবাদিকের মুখোমুখি হয়ে জোকার বলেন, ‘ আমি দারুণ আনন্দিত। তবে দ্বিতীয় গেমেই সবচেয়ে ভাল সার্ভ করতে পেরেছি। টাইব্রেকারে পাওয়া দুটো পয়েন্টই আমাকে জয়ের পথে অনেকটাই এগিয়ে দিয়েছে। সেমিফাইনালেও জেতার জন্য আপ্রাণ চেষ্টা করব।’ জোকার সেমিফাইনালে মুখোমুখি হবেন গ্রিগর দিমিত্রভের বিপক্ষে।

Related Articles