
The Truth Of Bengal : লা লিগা অনেক দেশেই ফুটবল ডেভেলপমেন্ট নিয়ে কাজ করে। তাদের মূল লক্ষ্য থাকে সেই দেশের অনেক নিচুস্তর থেকে খেলোয়াড় তুলে আনা। লা লিগা আর এরকম প্রচুর প্রকল্পই ভারতে চলছে। এরই মধ্যে আবারও এক প্রকল্প উন্মোচন করল লা লিগা।
স্পেনের একটি বৈঠকে মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জির সাথে লা লিগার কর্মকর্তারা বসেছিলেন। সেখানে আলোচনার পর ঠিক হয়েছিল কলকাতার কিশোর ভারতী ক্রীড়াঙ্গন লা-লিগাকে ফুটবল ডেভলপমেন্ট এবং খেলোয়াড় তুলে আনার জন্য দেওয়া হতে পারে। বছর ঘুরতে না ঘুরতেই লা লিগা ভবানীপুর ক্লাবের সাথে জোঁট বাঁধল। ভারতের একেবারে তৃণমূল স্তর থেকে প্রতিভা তুলে আনতেই এই উদ্যোগ। এই নিয়ে একটি ‘ফুটবল ডেভেলপমেন্ট প্ল্যান’ দেওয়া হয়েছে লা লিগার পক্ষ থেকে। এর প্রধান উদ্দেশ্যই হবে দেশের তরুণ এবং সম্ভাবনাময় ফুটবলারদের লা লিগা নিজস্ব পদ্ধতিতেই ট্রেনিং করাবে। বর্তমানে যে পদ্ধতি অনুসরণ করে তাঁরা সারা বিশ্বে অনেক প্রতিভাবান ফুটবলারের জন্ম দিয়েছে। এই প্রকল্পের নাম দেওয়া হয়েছে ভবানীপুর পুরো ইন্ডিয়া সেন্টার অফ এক্সেলেন্স।
লা লিগার গ্লোবাল টেকনিক্যাল ডিরেক্টর মিগুয়েল কাসেল এ বিষয়ে জানিয়েছেন, ভারতে লা লিগার অনেক প্রকল্প রয়েছে। লা লিগা একাধিক ফুটবলার তৈরি করে তোলার জন্য সব রকম সাহায্য করবে। নিচু স্তরে বেশি করে জোর দেবে লা লিগা। লা লিগা কর্তৃপক্ষ চায় বেশি সংখ্যক কিশোর লা লিগার ফুটবল পদ্ধতির সঙ্গেই সহজাত হোক। কলকাতা যেহেতু ভারতবর্ষের অন্যতম ফুটবলপ্রেমী শহর তাই শহর নির্বাচনে কোন সমস্যাই হয়নি।