খেলা

ক্রিকেটের সর্বোচ্চ নিয়ামক সংস্থার মসনদে বসলেন জয় শাহ

Jay Shah appointed to the board of cricket's highest governing body

Truth Of Bengal: অবেশেষ রবিবার আইসিসির মসনদে বসলেন ফের এক ভারতীয়। তিনি হলেন বিসিসিআইয়ের সচিব জয় শাহ। ক্রিকেটের সর্বোচ্চ নিয়ামক সংস্থার মসনদে বসেই নজির গড়লেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের পুত্র। ইতিহাসে কনিষ্ঠ হিসেবে ক্রিকেটের সর্বোচ্চ নিয়ামক সংস্থার মসনদে আসীন হলেন জয় শাহ। এখন থেকে শুধু ভারতীয় ক্রিকেট নয়, বিশ্ব ক্রিকেটের গুরু দায়িত্বও তাঁর কাঁধে অপির্ত হল।

প্রসঙ্গত, আইসিসির চেয়ারম্যান পদে দায়িত্ব নেওয়ার পরই একটি বিবৃতি প্রকাশ করেছেন জয় শাহ। সেখানে একাধিক বিষয়ে নজর দেওয়ার কথাও উল্লেখ করেছেন তিনি। ২০২৮ সালে লস অ্যাঞ্জেলসে বসবে অলিম্পিক্স গেমসের আসর। সেই বিষয়ে বিবৃতিতে উল্লেখ করেছেন জয় শাহ। সূত্রের খবর, পুরুষদের পাশাপাশি মহিলাদের ক্রিকেটের আরও উন্নতির বিষয়েও জয় শাহর বিশেষ পরিকল্পনা রয়েছে বলেও জানা গিয়েছে।

নতুন চেয়ারম্যান পদে বসার পরই জয় শাহর একটি বিবৃতি প্রকাশ করা হয়েছে আইসিসির ওয়েব সাইটে। সেখানে জয় শাহ লেখেন, আমি দারুণ আনন্দিত ও গর্বিত। একইসঙ্গে আমি ধন্যবাদ জানাই যাঁরা আমাকে সমর্থন করে নিয়ে গুরুত্বপূর্ণ এই পদে। ২০২৮ সালে লস অ্যাঞ্জেলসে বসবে অলিম্পিকের আসর। ক্রীড়াক্ষেত্রের সেই মেগা ইভেন্টে যাতে ক্রিকেটকে যাতে দর্শকদের কাছে আরও আকর্ষণীয় করে তোলা যায় তার চেষ্টার কোনও ত্রুটি রাখবেন না বলেই জানান জয় শাহ।

পাশাপাশি জয় শাহ আরও বলেন, সব ক্রিকেটকে বাঁচিয়ে রাখতে হবে। পাশাপাশি তাঁর সঙ্গে ক্রিকেটের উন্নতিও চালিয়ে যেতে হবে সমানতালে। আইসিসির সমস্ত বিভাগের যে দলগুলি কাজ করে তাদের সঙ্গে কাজ করার জন্য আমি মুখিয়ে আছি। ক্রিকেটকে সর্বস্তরের উচ্চতায় পৌঁছে দেওয়াই তাঁর একমাত্র লক্ষ্য বলেও জানান জয় শাহ।

উল্লেখ্য, ২০১৯ সালে ভারতীয় ক্রিকেটের সচিব পদে বসেন জয় শাহ। একই সঙ্গে তিনি দায়িত্ব সামলাচ্ছিলেন এশিয়ান ক্রিকেট সংস্থার প্রেসিডেন্ট পদেও। এবার তিনি বসলেন একেবারে বিশ্ব ক্রিকেটের নিয়ামক সংস্থার সর্বোচ্চ পদে।

প্রসঙ্গত, জয় শাহের আগে বিশ্ব ক্রিকেটের সর্বোচ্চ নিয়ামক সংস্থার পদে শীর্ষে ছিলেন প্রয়াত জগমোহন ডালমিয়া, শশাঙ্ক মনোহর, সারদ পাওয়ার এবং এন শ্রীনিবাসন।

Related Articles