খেলা

বাবা হয়েছেন জশপ্রীত, ছেলেকে পেয়ে খুশি ক্রিকেটার

Jashprit bumra

The Truth of Bengal: সুখবর আগেই মিলেছে।‌ বাবা হয়েছেন জশপ্রীত। এর আগে এশিয়া কাপে ম্যাচ না খেলে দেশে ফিরেছিলে জসপ্রীত বুমরা। কারণ অবশ্য্ই তার বাবা হ্ওয়া। সে তো গেলো এশিয়া কাপের সময়ের কথা । আর এখন বিশ্বকাপ পার হয়েছে। সিনিয়র খেলোয়াড়রা এখন বিশ্রামে রয়েছেন। তার মাঝেই  জশপ্রীত বুমরা তার সন্তানের সঙ্গে ছবি তুলে পোষ্ট করেছেন। এর আগে সোশ্যাল মিডিয়ায় বুমরা লিখেছিলেন ,“আমাদের ছোট পরিবার একটু বেড়ে গেল। যতটা ভেবেছিলাম তার থেকেও বেশি খুশি হয়েছি। আজ সকালে আমাদের ছেলে অঙ্গদ যশপ্রীত বুমরা পৃথিবীর আলো দেখল। আমরা দু’জনেই অত্যন্ত খুশি।

জীবনের এই নতুন অধ্যায় শুরু হওয়ার জন্যে আর তর সইছে না।”বুমরা ছেলের নাম রেখেছেন অঙ্গদ। সেকথা জানাতে ভোলেননি সমর্থকদের কে।  জসপ্রীত এবং সঞ্জনা ২০২১ সালে বিয়ে করেছিলেন। এর আগে তাঁরা বেশ কয়েকবছর একে অপরকে ডেটিং করেন। উল্লেখ্য , দুজনের প্রেমের গল্পও বেশ মজার। ২০১৯ সালে বিশ্বকাপের সময় থেকে ২ জনের প্রেমের সম্পর্ক আরও শক্ত হতে থাকে। তবে তা কখনওই কেউ বুঝতে দেননি। এর আগে  বুমরা এক সাক্ষাৎকারে বলেছিলেন ,  সঞ্জনা খেলাটা এত ভাল বোঝে, যা জীবনসঙ্গী হিসেবে বুমরাকে অনেক সহজ করে তুলেছে।

দেশের মহিলা স্পোর্টস প্রেজেন্টারদের মধ্যে এই মুহূর্তে সবচেয়ে ওপরের সারিতে রয়েছেন সঞ্জনা। আইপিএলে কলকাতা নাইট রাইডার্সের বিভিন্ন ম্যাচেও মাঠে থাকেন তিনি। এখন তাদের কাঁধে বেশ ভার ।‌সন্তানকে তে বড় করে তুলতে হবে। ক্রিকেট বিশ্বে সঞ্জনা গণেশনও যথেষ্ট পরিচিত একটি নাম। তিনি ক্রিকেট ম্যাচ প্রেজেন্টার হিসেবে বিভিন্ন সম্প্রচার সংস্থার হয়ে কাজ করেন। তবে ছোট্ট সন্তানকে কোলে নিতে পেরে বেশ খুশি বুমরা। মুখ দেখাননি। ক্যাপশনে লিখেছেন , ছোট্ট সানসাইন । বিশ্বকাপে  জন্য ব্যস্ত থাকায় ছেলেকে কাছে পাননি। এবার কাছে পেয়ে বেশ খুশি তিনি।

Related Articles