খেলা

সুনীলদের ম্যাচে নয়া নজির, এএফসি কাপে এবার জাপানের মহিলা রেফারি ইয়ামাশিতা

Japan's female referee Yamashita in the AFC Cup

The Truth Of Bengali : এশিয়ান কাপে নজির গড়লেন মহিলা রেফারি। জাপানের মহিলা রেফারি ইয়োশিমি ইয়ামাসিতা  এবার ভারত অস্ট্রেলিয়া ম্যাচ পরিচালনা করলেন। সুনীল ছেত্রীদের ম্যাচে ইতিহাস তৈরি হল। এর আগে বিশ্বের বিভিন্ন প্রান্তে মহিলারা এর আগে পুরুষদের ম্যাচ পরিচালনা করেছেন। এশিয়ান কাপেও ম্যাচ পরিচালনা করলেন এক মহিলার রেফারি। আসলে এর নেপথ্য কারণ হচ্ছে নারী পুরুষ সমান অধিকার প্রতিষ্ঠার লক্ষ্যে ফিফার এই সিদ্ধান্ত।

যা অক্ষরে অক্ষরে বাস্তবায়িত হল এশিয়ার সেরা ফুটবল প্রতিযোগিতায়। এশিয়ান কাপে ম্যাচ পরিচালনার জন্য পাঁচ জন মহিলা রেফারিকে  নির্বাচিত করেছেন এফসি কর্তৃপক্ষ। তাদের মধ্যে দুজন রেফারি এবং তিনজন সহকারী রেফারি। ইয়ামাশিতা এর আগে  ২০১৯ এবং ২৩ সালে মহিলাদের বিশ্বকাপ ম্যাচ পরিচালনা করেছেন। ফলত তাঁর অভিজ্ঞতা রয়েছে। এই এএফসি ম্যাচের ক্ষেত্রেও তাইই হল।

৩৭ বছর বয়সী ইয়ামাশিতা ফুটবলকে ভালোবেসে ছিলেন সেই ফুটবলের টানে খেলার মাঠে আত্মপ্রকাশ যদিও নিজে খেলার সুযোগ পাননি রেফারি হিসেবেই আত্মপ্রকাশ করেছেন। তার স্বীকৃতি যেন পেয়েছেন এ ইয়ামাশিতা। সে  কারণেই মহিলাদের পাশাপাশি পুরুষদের ম্যাচও পরিচালনা করছেন দক্ষতার সঙ্গেই। ফিফার যে উদ্যোগ নেওয়া হয়েছে তা প্রশংসাযোগ্য বলেই একবাক্যে স্বীকার করেছেন সকলে।

 

FREE ACCESS

 

Related Articles