
Truth Of Bengal: ভারতীয় ক্রিকেটপ্রেমীদের কাছে এই সংলাপটা এখন মুখস্থ হয়ে গিয়েছে। মুখস্থ হওয়ারই কথা। সংলাপটি যাঁর তিনি যে বর্তমান ভারতীয় দলের অন্যতম ক্রিকেটার। এতক্ষণে সবাই বুঝে গিয়েছেন। হ্যাঁ ঠিকই ধরেছেন, তিনি হলেন রবীন্দ্র জাদেজা। ক্রিকেট মহলে অনেকে তাঁকে ডাকে জাড্ডু বলে। তবে কারও কারও কাছে তিনি আবার পরিচিত ‘পুষ্পা নামেও।’
দক্ষিণের অন্যতম জনপ্রিয় অভিনেতা অল্লু অর্জুনের অন্যতম সেরা ছবি ‘পুষ্পা’। অল্লুর মতো চলাফেরা করেন বলেই জাদেজাকে অনেকে বলেন ‘পুষ্পা’। জাতীয় দলের এই স্পিনারের এখন লক্ষ্যই হচ্ছে আইপিএল জয় করা।
চেন্নাই দলের হয়ে এবারও খেলতে দেখা যাবে জাড্ডুকে। বল হাতে কিংবা ব্যাট হাতে জাড্ডু ঝড় তুলবেন প্রতিপক্ষ দলের বিপক্ষে। গ্যালারি থেকে আওয়াজ উঠবে, ‘পুষ্পা’, ‘পুষ্পা’। কিংবা ‘জাড্ডু নাম নেহি হ্যায়, জাড্ডু ব্র্যান্ড’ হ্যায়। তবে এবারও জাড্ডুর দিকেই যে চেন্নাই দল বিশেষভাবে তাকিয়ে থাকবে তা আর বলার অপেক্ষা রাখে না। জাড্ডু কি পারবেন দলকে সাফল্য এনে দিয়ে প্রমাণ করতে। তা অবশ্য সময়ই বলবে।