ফরাসি ঝড়ে উড়ে গেল ইতালি, হারের মুখ দেখল বেলজিয়ামও
Italy blown away by French storm, Belgium also suffered defeat

Truth Of Bengal: সান সিরিওতে উয়েফা নেশন লিগের গুরুত্বপূর্ণ ম্যাচে জয় পেল এমবাপেহীন ফ্রান্স। রবিবার ফরাসিরা ৩-১ গোলে হারাল ইতালিকে। এই ম্যাচে জয়ের সঙ্গে সঙ্গে গোল পার্থক্যে এগিয়ে থেকে পয়েন্ট টেবিলে আজ্জুরিদের দ্বিতীয় স্থানে পাঠিয়ে শীর্ষস্থানে উঠে এল কাতার বিশ্বকাপের রানার্সআপ দলটি।
খেলা শুরু হওয়ার দু মিনিটের মাথায় ফ্রান্সের হয়ে প্রথম গোল করেন আদ্রিয়েন রাবিওট। এরপর ৩৩ মিনিটে আত্মঘাতী গোল করে ইতালিকে আরও বিপদের দিকে ঠেলে দেন ভিকারিয়ো। ইতালি ব্যবধান কমায় ম্যাচের ৩৫ মিনিটে। আজ্জুরিদের হয়ে স্কোরশিটে নাম তোলেন কাম্বিয়াসো। ২-১ ব্যবধান নিয়েই বিরতিতে যায় দুই দল।
এরপর দ্বিতীয়ার্ধের শুরু থেকেই ফ্রান্সের ওপর ক্রমাগত আক্রমণ শানাতে থাকে ইতালি। কিন্তু দুর্ভেদ্য ফ্রান্সের রক্ষণ ভেদ করে লক্ষ্যভেদ করা সম্ভব হয়নি ইতালির ফুটবলারদের। উল্টে ৬৫ মিনিটে ফের ফরাসিদের হয়ে ব্যবাধান বাড়িয়ে দেন সেই আদ্রিয়ানো।
ম্যাচ শেষে জোড়া গোলের নায়ক আদ্রিয়েন বলেন, দীর্ঘদিন পর এই ম্যাচে যেন আমরা নিজেদের সেরা খেলাটা উপহার দিতে পারলাম। এখন এটাই ধরে রাখতে হবে। কেননা, ইতালির বিপক্ষে যে খেলাটা আমরা সবাই মিলে খেলেছি, এটাই ফরাসি ফুটবলের আসল রূপ বলে জানান আদ্রিয়েন।
একই দিনে অপর ম্যাচে বেলজিয়ামকে হারিয়ে চমকে দিল ইজরায়েলও। ধারে-ভারে এগিয়ে থাকা লুকাকাদের দেশকে ১-০ গোলে হারাল ইজরায়েল। তাদের হয়ে একমাত্র গোলটি করেন ইয়ারদেন সুহা।
অবশ্য ম্যাচ জিতেও ইজরায়েলের কোনও লাভ হবে না। কেননা, পরবর্তী রাউন্ডের জন্য নিজেদের টিকিয়ে রাখতে গেলে ইজরায়েলকে এই ম্যাচে কমপক্ষে ৩-০ গোলের ব্যবধানে জিততেই হত। কাজেই সেটা যখন হয়নি, তখন তাদের পয়েন্ট টেবিলের শেষেই থাকতে হচ্ছে। অপর দিকে এই ম্যাচে হারের সঙ্গে সঙ্গে টানা ৫ ম্যাচে জয়ের স্বাদ থেকে বঞ্চিত হল একদা ফিফা তালিকার শীর্ষস্থানে থাকা দলটি।