খেলা

মহেশকে লাল কার্ড না দেখিয়ে সতর্ক করলেই ভাল হত: মেহেতাব

It would have been better to warn Mahesh instead of showing him a red card: Mehtab

Truth of Bengal: গত শনিবার আইএসএল-র গুরুত্বপূর্ণ ডার্বি ম্যাচে ইস্টবেঙ্গল মুখোমুখি হয়েছিল মহমেডান-র। সেই ম্যাচেই লাল-হলুদের দুই গুরুত্বপূর্ণ ফুটবলার নন্দকুমার ও নাওরেম মহেশ সিংকে লাল কার্ড দেখান রেফারি হরিশ কুন্ডু। যা নিয়ে ইতিমধ্যেই শুরু চলছে তরজা। কারও কারও মতে রেফারি সঠিক সিদ্ধান্ত নিয়েছেন, আবার কেউ বলছেন হরিশ কুন্ডু সিদ্ধান্ত একটু বিবেচনা করতে পারতেন। এবার সেই ইস্যুতেই নিজের মতামত জানালেন প্রাক্তন লাল-হলুদ ফুটবলার মেহতাব হোসেন।

এই বিষয়ে মেহতাব জানান, দেখুন এইরকম একটা গুরুত্বপূর্ণ ম্যাচে খেলার সময় খেলোয়াড়দের অনেক চাপ থাকে। এটা বাইরে থেকে বোঝা যায় না। আমরা যাঁরা এই ধরনের ম্যাচ খেলেছি, তাঁরা জানেন এই হাইভোল্টেজ ম্যাচ খেলতে গেলে কি রকম চাপ সহ্য করতে হয় খেলেয়াড়দের। সেক্ষেত্রে নন্দকুমারকে যখন রেফরি হরিশ কুন্ডু ফাউলের জন্য লাল-কার্ড দেখিয়েছেন, সেক্ষেত্রে এত তাড়াতাড়ি মহেশকে লাল কার্ড না দেখিয়ে আরও একবার সতর্ক করলেই ভাল করতেন তিনি।

কেননা আমার খেলোয়াড় জীবনের অভিজ্ঞতা দিয়ে বলতে পারি, মহেশ হয়তো চাপে পড়েই ওই ভুলটা করে ফেলেছে। ফুটবল আইনে হয়তো ওঁর এই কাজ অন্যায় বলেই বিবেচিত হবে। কিন্তু রেফারির ওপরও অনেক কিছু নির্ভর করে। আমার এই ক্ষেত্রে মনে হয়েছে, যেহেতু মহেশ একটি হলুদ কার্ড দেখে আছে, তাই ওঁকে কড়া ভাষায় সতর্ক করতেই পারতেন রেফারি, বলে জানান মেহতাব।

এখানেই থেমে না থেকে মেহতব আরও বলেন,  ইস্টবেঙ্গ-মোহনবাগান-মহমেডান এই তিনপ্রধানের ভাল ম্যাচ দেখতেই দর্শকরা মাঠে যান। মহেশ এই মুহূর্তে ইস্টবেঙ্গলের গুরুত্বপূর্ণ একজন ফুটবলার। ও লাল কার্ড দেখে মাঠ ছাড়তেই যে খেলাটার ছন্দপতন ঘটেছে তা অস্বীকার করা যায় না। আমার মনে হয় ১০-১১ জনের লড়াই হত তাহলে খেলাটা আরও জমজমাট হত। দর্শকরা আনন্দ পেতেন। কিন্তু সেটা আর হল না বলেই আক্ষেপ প্রাক্তন জাতীয় ফুটবলারের।

Related Articles