ইংল্যান্ড সফরের আগে পন্থের ছন্দে ফেরাটা জরুরি ছিল: ইন্দুভূষণ রায়
It was important for Pant to get back into form before the England tour: Indubhushan Roy

Truth Of Bengal: সোমবার আইপিএল-র ম্যাচ লখনউ সুপার জায়ান্টসের কাছে নেহাতই নিয়মরক্ষার একটা ম্যাচ ছিল। হোক না নিয়মরক্ষার ম্যাচ, এই ম্যাচ থেকে মূল্যবান যে জিনিষটা পাওয়া গেল সেটা হল ঋষভ পন্থের ছন্দে ফেরা। পন্থ চলতি আইপিএল-এর আসরে একেবারেই ধারাবাহিক ছিলেন না। যার ফলে ওকে নিয়ে প্রশ্ন উঠেছিল। ওঠাটাই স্বাভাবিক ব্যাপার। কেননা পন্থ যে লেভেলের ক্রিকেটার তাঁর ব্যর্থতা মেনে নেওয়াটা খুবই দুষ্কর ক্রিকেটপ্রেমীদের কাছে।
কিন্তু আমি প্রথম থেকেই বলে এসেছিলাম, ব্যাড প্যাচ অর্থ্যাৎ খারাপ সময় সবারই আসে। পন্থও এর ব্যতিক্রম নয়। সময় দিন, একদিন ও ব্যাট হাতে ঠিক রান পাবেই পাবে। আর এই কথাটা যে কতটা সত্য তা ঋষভ প্রমাণ করে দিয়েছেন মঙ্গলবার আরিসিবি-র বিপক্ষে ম্যাচে। এতদিন পন্থের পাশাপাশি দলও হারছিল। তাই দলনেতা হিসেবে সবাই ঋষভকেই কাঠগড়ায় তুলেছিলেন। তোলাটা অসঙ্গত নয়, তবে আমি আগাগোড়াই পন্থের ওপর ভরসা রেখেছিলাম। যাই হোক এখন আর ওর দলের কিছু করার নেই। তবুও এই ছন্দময় ব্যাটিং ওর ভক্তদের শুধু নয়, স্বস্তি দেবে ভারতীয় দল নির্বাচকদেরকেও।
আগামী মাসে ভারতীয় দল ইংল্যান্ডের বিপক্ষে পাঁচ টেস্টের সিরিজ খেলবে। যা শুভমন গিলদের কাছে অত্যন্ত গুরুত্বপূর্ণ। সেই টেস্টের আগে পন্থ তাঁর পুরনো ছন্দে ফিরায় গৌতমের দলের কাছে একটা বড় পাওনা। এবার থেকে ভারতীয় দল টেস্টে পাবে না রোহিত ও বিরাটের মত ক্রিকেটারদের। কাজেই দলের সিনিয়র ক্রিকেটার এবং সহ অধিনায়ক হিসেবে পন্থের ওপর অনেক দায়িত্ব রয়েছে। দল ব্যর্থ হলে দায় যে তাঁর ঘাড়েও বর্তাবে এটা ভালই জানতেন ঋষভ। তাই অপেক্ষা করে গিয়ে পরিশ্রমের মাধ্যমেই আবার চেনা ছন্দে ফিরে এলেন। এটাই একজন জাত ক্রিকেটারের ধর্ম।
ইংল্যান্ড সিরিজে আমরা মিস করব আইপিএল-এ ছন্দে থাকা বিরাট কোহলিকেও। আমার মনে হয়, নির্বাচকরা কেন বিরাটের অবসরে শীলমোহর দিলেন তা বোঝা গেল না। অন্তত এই সিরিজটা তাঁরা অপেক্ষা করতেই পারতেন। তাতে লাভবান হত টিম ইন্ডিয়াই। আর একটা কথা না বললেই নয়, আমি আবারও বলছি ইংল্যান্ড সিরিজে নির্বাচকরা শামিকে বাদ না দিয়ে দলের সঙ্গে নিয়ে যেতে পারতেন। যে ম্যাচগুলিতে বুমরাকে পাওয়া যাবে না, সেই ম্যাচগুলিতে সিরাজের সঙ্গে শামি থাকলে দলের পক্ষেই মঙ্গল হত।
এবারের আইপিএল-র প্লেঅফ ম্যাচ। হাড্ডাহাড্ডি লড়াই। পঞ্জাবের সঙ্গে আরসিবি এবং গুজরাটের সঙ্গে মুম্বই। এই প্লেঅফের লড়াইয়ে আমি প্রথম ম্যাচটাতে এগিয়ে রাখব শ্রেয়সদের। এর প্রধান কারণ হল ঘরের মাঠে ম্যাচ, আর দ্বিতীয় কারণ হল দলটার ধারবাহিকতা। তবে হাড্ডাহাড্ডি লড়াই হবে শ্রেয়স বনাম বিরাটের। অপর ম্যাচে আমার কাছে মুম্বই এগিয়ে থাকবে, রোহিত, হার্দিক, সূর্যদের জন্য। পিছিয়ে থেকেও মুম্বই যেভাবে কামব্যাক করল এটা ওদের কাছে বাড়তি অ্যাডভান্টেজ বলেই আমার মনে হয়।