চ্যাম্পিয়ন্স ট্রফিও কি হাইব্রিড মডেলে !আইসিসির বৈঠকেও নির্ধারিত হয়নি কিছুই

THE TRUTH OF BENGAL : টি-টোয়েন্টি বিশ্বকাপের পর এখন সব দেশের নজর চ্যাম্পিয়ন্স ট্রফির দিকে। তবে এই টুর্নামেন্টের আগে সব থেকে বেশি আলোচিত বিষয় ভারত ও পাকিস্তান খেলা নিয়ে । 19 থেকে 22 জুলাই শ্রীলঙ্কায় ICC বার্ষিক সভা অনুষ্ঠিত হয় । 2025 সালের চ্যাম্পিয়ন্স ট্রফির আয়োজক দেশ পাকিস্তান । আইসিসির বার্ষিক সভায় এ নিয়ে বড় ঘোষণার আশা করছিল পাকিস্তান ক্রিকেট বোর্ড। কিন্তু বৈঠক শেষ হওয়ার পর পিসিবির সেই আশা ভেস্তে যায়। পাকিস্তান চাইছিল এই চ্যাম্পিয়ন্স ট্রফি নিয়ে আইসিসি হস্তক্ষেপ করুক এবং টিম ইন্ডিয়া পাকিস্তানের খেলতে যাক। কিন্তু আইসিসি এ বিষয়ে কিছুই নিশ্চিত করেনি। ফলত চ্যাম্পিয়ন্স ট্রফি কোথায় খেলা হবে? বা টিম ইন্ডিয়া পাকিস্তানের আদৌ খেলতে যাবে কিনা তা নিয়ে একটা সংশয় – দ্বিধা এখনো রয়েছে। আয়োজক দেশ পাকিস্তান হলেও , এখন প্রশ্ন উঠছে তাহলে কি হাইব্রিড মডেলই হবে চ্যাম্পিয়ান্স ট্রফি খেলা।
গত বছর এশিয়া কাপের আয়োজকও ছিল পাকিস্তান । দুই দেশের সম্পর্ক খারাপ হ্ওয়ার কারণে বিসিসিআই টিমকে পাকিস্তানে পাঠায়নি । হাইব্রিড মডেলে অর্থাৎ অন্য দেশে হয়েছিল খেলা। এবারও কি সেটাই হতে চলেছে কারণ আইসিসি এ বিষয়ে কোনো রকম হস্তক্ষেপ করেননি।