খেলা

নেইমার কি ফের বার্সায় ফিরছেন?

Is Neymar returning to Barca?

Truth Of Bengal: আল হিলালের সঙ্গে সম্পর্ক ছিন্ন করে সদ্য নিজের পুরনো ক্লাব স্যান্টোসে ফিরে গিয়েছেন নেইমার। আপাতত নেইমারের সঙ্গে স্যান্টোসের চুক্তি হয়েছে ছয় মাসের। তারপর হয়তো আরও মেয়াদ বৃদ্ধির সম্ভাবনা রয়েছে। কিন্তু এর মাঝেই নেইমারের দলবদল ঘিরে ফের জল্পনা শুরু হয়েছে। সম্প্রতি সোশ্যাল মিডিয়ায় নেইমারকে নিয়ে দুটি পোস্ট করা হয়েছে। যার একটিতে রয়েছে নেইমার ও লামিনে ইয়ামলের একসঙ্গে ছবি। সেখানে ছবির ক্যাপশনে লেখা হয়েছে ‘আগামী মরসুমে নেইমারের লাস্ট ড্যান্স, হ্যাঁ অথবা না? দ্বিতীয় পোস্টে ব্রাজিলিয়ান তারকার যে ছবি পোস্ট করা হয়, তাতে দেখা যাচ্ছে তিনি বার্সার জার্সি পরা। সেখানে ক্যাপশনে লেখা হয়, বার্সার জন্য নেইমার অপেক্ষা করতে পারেন, ফ্রি এজেন্ট হিসাবে অগ্রাধিকার দিচ্ছেন।

এরপরই শোরগোল পড়ে যায় নেইমারকে নিয়ে। এবং স্পেনের এক সংবাদপত্র দাবি করে, নেইমার তাঁর পুরনো ক্লাব স্যান্টোসে ফেরার অর্থই হচ্ছে ফের ইউরোপের ক্লাবে খেলার ভিতপ্রস্তর স্থাপন করে। নেইমারের মূল লক্ষ্যই হচ্ছে ২০২৬-র বিশ্বকাপের আগেই ইউরোপের ফুটবলে পুনরায় ফিরে আসা। খোলসা করে বলতে গেলে ফের বার্সায় ফিরে আসা। তবে কি দুইয়ে দুইয়ে চার হওয়ার সম্ভাবনা রয়েছে? তবে অনেকেই মনে করছেন নেইমার যদি বেতন কমিয়ে বার্সায় ফিরতে রাজি থাকেন, তাহলে সেই সম্ভাবনাও রয়েছে।

স্পেনের ওই সংবাদমাধ্যম আরও দাবি করে, নেইমার বার্সা ছেড়ে গেলেও তাঁর সঙ্গে ক্যাম্প ন্যুর ক্লাবটির সভাপতি লোপার্তোর সম্পর্ক যথেষ্ট ভাল। বার্সা তাদের দলে নতুন খেলোয়াড় জন্য দুটি শর্ত দিয়েছে। এক হচ্ছে ক্লাবের আর্থিক অবস্থা ভাল না হওয়ায় যে খেলোয়াড় দলে যোগ দিতে উৎসাহী হবেন, তাঁকে ফ্রি এজেন্ট হিসাবে আসতে হবে। এবং দু নম্বর হচ্ছে তাঁর শারীরিক অবস্থা ভাল হতে হবে। অনেক ফুটবল বিশেষজ্ঞের মতে, নেইমার স্যান্টোসে ছয় মাসের মেয়াদ পূর্ণ করে আসন্ন দলবদলের আগেই ফ্রি এজেন্ট হতে চাইছেন। যদিও বার্সার কোচ হ্যান্সি ফ্লিক খুব একটা পছন্দ করেন না নেইমারকে। তবুও দলের অন্যতম ফুটবলার লামিনে ইয়ামলের আদর্শ হলেন নেইমার। পাশাপাশি জাতীয় দলের সতীর্ত রাফিনাও রয়েছেন। কাজেই দুজনে যদি নেইমারকে ফেরাতে সুপারিশ করেন, তাহলে বার্সার কর্তারা কি করবেন, তা সময়ই বলবে।বারচ

Related Articles