খেলা

প্রথমবার মুখোমুখি  আইপিএল-পিএসএল

IPL-PSL face-off for the first time

Truth of Bengal: আইপিএল ও পিএসএল সূচনা হওয়ার পর থেকে, এই প্রথমবারের মতো তারা একই উইন্ডোতে মুখোমুখি হচ্ছে। পিএসএল-এর সিইও সালমান নাসির বলেন, এই বছরের শুরুর দিকে ব্যস্ত ক্যালেন্ডারের কারণে এপ্রিল-মে মাসে পিএসএলের সময়সূচী নির্ধারণ করা ছাড়া তাঁদের আর কোন বিকল্প ছিল না।

নাসির বলেন, ‘এটি আদর্শ পরিস্থিতি নয়, তবে আমরা নিশ্চিত যে পিএসএল ভক্তের সংখ্যা সকলের দৃষ্টি আকর্ষণ করবে। পিএসএল আইপিএলের মতো একই সময়ে হওয়ার একটি সুবিধা হলো, ফ্র্যাঞ্চাইজিগুলি আইপিএল নিলামে অবিক্রিত থাকা কিছু লোভনীয় বিদেশি তারকাকে চুক্তিবদ্ধ করতে সক্ষম হয়েছে।’

তিনি আরও বলেন, আগামী বছর এই লিগে আরও দু’টি দল যুক্ত হতে পারে। পাশাপাশি তিনি জানান, আইপিএল শুরুর এক ঘণ্টা পর থেকে শুরু হচ্ছে পিএসএল।

Related Articles